শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১০.৯১°সে
সর্বশেষ:
নির্বাচনে হারলে ট্রাম্প ফলাফল মানবেন না: বাইডেন পশ্চিমা নিষেধাজ্ঞায় থেমে নেই রাশিয়া আইপিএলে ৫৭ ম্যাচে ১০০০ ছক্কা পঞ্চগড়ে শিশু কিশোরদের আঁকা চিত্র প্রদর্শনী কেন কাউকে পাত্তা দিতেন না বেপরোয়া মিল্টন সমাদ্দার, জানালেন ডিবিপ্রধান মার্কিন বোমায় ফিলিস্তিনিরা মারা গেছেন: বাইডেন ৪৬তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ রিমান্ড শেষে কারাগারে মিল্টন সমাদ্দার গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরাইলের চিত্রনায়ক সোহেল হত্যায় রাষ্ট্রপক্ষের সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন: আদালত স্পিকারের কাছে নালিশ: মুজিবুল হকের উদ্দেশে যা বললেন ব্যারিস্টার সুমন চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন শিক্ষক

মেসির টানা ষষ্ঠ গোল, ফাইনালে মায়ামি

স্পোর্টস ডেস্ক:

লিগস কাপের সেমিফাইনালে ফিলাডেলফিয়ার বিপক্ষে ৪-১ গোলে জিতেছে ইন্টার মায়ামি। ফাইনালে ওঠার ম্যাচে গোল পেয়েছেন লিওনেল মেসি। এ নিয়ে মায়ামির জার্সিতে টানা ষষ্ঠ ম্যাচে গোল করলেন মেসি।

গত ৪১ ম্যাচে ফিলাডেলফিয়া মাত্র একটি হেরেছিল ঘরের মাঠে। ভাবা হচ্ছিল, লিওনেল মেসি আসার পর এটাই হচ্ছে ইন্টার মায়ামির কঠিন পরীক্ষা। কিন্তু ফ্লোরিডা ক্লাব আবার ঝলমলে পারফরম্যান্স উপহার দিয়েছে।
আজ বুধবার ভোরে সুবারু পার্কে লিগস কাপের সেমিফাইনালে ফিলাডেলফিয়ার বিপক্ষে মাঠে নামে মায়ামি। প্রথমার্ধে তিন গোলের দুটি করেন মেসি ও তার সাবেক বার্সা সতীর্থ জর্দি আলবা। আগামী শনিবার ফাইনালে খেলবে মায়ামি।
তৃতীয় মিনিটে জোসেফ মার্টিনেজের গোলে এগিয়ে যায় মায়ামি। বক্সের ডানদিক দিয়ে ঢুকে জাল কাঁপান। ম্যাচের ২০ মিনিটে মার্টিনেজের বাড়ানো বলে বক্সের বাইরে থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। তার বাঁ পায়ের শটে মাটি গড়িয়ে বল জালে জড়ায়, মায়ামির জার্সিতে যা ছিল তার নবম গোল। টানা ছয় ম্যাচে গোল করে লিগস কাপে অনন্য রেকর্ড গড়েছেন। এর আগের ম্যাচেই তিনি চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতার খাতায় নাম লেখান। এবার চলে গেলেন ধরাছোঁয়ার বাইরে। আর অভিষেক মৌসুমে টানা ছয় ম্যাচে ৯ গোলের রেকর্ড এখন কেবল মেসির ঝুলিতেই উঠলো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মায়ামির হয়ে তৃতীয় গোলটি করেন জর্দি আলবা। মধ্যমাঠ থেকে বল পেয়ে বাঁ প্রান্ত ধরে একাই লক্ষ্যভেদ করেন স্প্যানিশ এই ফুটবলার।

বিরতি শেষে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ফিলাডেলফিয়া। একাধিক গোলের প্রচেষ্টা চালিয়ে ক্লাবটি ৭৩ মিনিটে গোলের দেখা পায়। দলটির ফরোয়ার্ড আলেজান্দ্রো বেদোয়ার ওই গোলে স্কোর দাঁড়ায় ৩-১।

তবে মায়ামি এ দিন প্রতিপক্ষকে যেন পাত্তাই দেয়নি। ম্যাচের ৮৩ মিনিটে ডান প্রান্ত থেকে মিডফিল্ডার ডেভিড রুইজ গোল করে ব্যবধান গড়েন ৪-১। এটিই রুইজের চলতি মৌসুমের প্রথম গোল। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে ফাইনাল নিশ্চিত করে লিওনেল মেসি বাহিনী।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আইপিএলে ৫৭ ম্যাচে ১০০০ ছক্কা
স্টোরি শেয়ারে নতুন ফিচার আনছে ইনস্টাগ্রাম
৯ বল হাতে রেখে টাইগাররা জিতেছে ৬ উইকেটে
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে নিউজিল্যান্ডের তারকা অ্যান্ডারসন
জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা
টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল

আরও খবর