মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১২.৬৪°সে
সর্বশেষ:
রাইসির মৃত্যু-সৌদি বাদশাহর অসুস্থতা, বাড়লো সোনা-রুপা-তামার দাম সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এ্যাসাইলাম আবেদনে অপব্যবহারের কারণেই ‘ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তি’? বঙ্গবন্ধু শান্তি পদক চালু, স্বর্ণ পদকের সঙ্গে পুরস্কার কোটি টাকা জীবিকার বিষয়টি উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, ব্যাটারিচালিত রিকশা প্রসঙ্গে প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শেখ হাসিনার শোক নিপুণের রিটে পদ স্থগিতের পর যা বললেন ডিপজল তাপদাহে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস পরিচালনায় নতুন নির্দেশনা রাইসিকে বহনকারী হেলিকপ্টারে কোনো আরোহী বেঁচে নেই রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি তৃতীয় বারের মত প্যাটারসন সিটির কাউন্সিলম্যান নির্বাচিত শাহীন খালিক সিলেট-কক্সবাজার রুটে নতুন ট্রেন সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন

ইসরাইলকে সমর্থন জানানোয় মিশিগানে বাইডেনকে তিরস্কার

অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মিশিগানের প্রাইমারিতে খুব সহজেই জয় লাভ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তবে মঙ্গলবার শেষ হওয়া এ ভোটে জয় পেলেও ব্যালটে অভিনব কায়দায় তিরস্কারও করা হয়েছে বাইডেনকে।

গাজায় ইসরাইলকে নির্লজ্জ সমর্থন জানানোয় যুক্তরাষ্ট্রের ভোটবাক্সে নতুন এ ‘বিরোধিতা’র সূচনা করলেন দেশটির আরব বংশোদ্ভূত নাগরিকরা। ডেমোক্র্যাট ভোটারদের অর্ধেক ভোট পড়েছে ‘প্রতিশ্রুতিহীন’ ব্যালটে। ৫০ হাজার আনকমিটেড ভোট সম্পর্কে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা।

বুধবার এএফপির খবরে বলা হয়েছে, এ সংখ্যা গত তিন নির্বাচনের প্রতিটিতে চ‚ড়ান্ত মোট ভোটের দ্বিগুণেরও বেশি।

গবেষণা প্রতিষ্ঠান এডিসন রিসার্চ জানিয়েছে, বিক্ষোভের আয়োজকদের প্রত্যাশার চেয়েও অন্তত ১০ হাজার ভোট বেশি পড়েছে। ‘লিসেন টু মিশিগান’র বিক্ষোভকারীরা জানিয়েছেন, আমাদের এই উদ্যোগ সফল হয়েছে। আমরা ফলস্বরূপ সাড়া পেয়েছি। গাজায় শিশুসহ অসংখ্য মানুষের মৃত্যুর কারণে মুসলিম ও আরব আমিরিকানদের সমর্থন হারাতে বসেছেন বাইডেন।

২০২০ সালের নির্বাচনে মিশিগানের আরব সম্প্রদায়ের অনেকে বাইডেনকে সমর্থন করেছিলেন। তবে এবার ইসরাইলকে সহায়তা করার জন্য বাইডেনের ওপর তারা ক্ষুব্ধ। তারা মনে করেন, গাজায় ইসরাইলের হামলায় হাজার হাজার ফিলিস্তিনির মৃত্যুর পেছনে বাইডেনের সমর্থনের বড় ভূমিকা রয়েছে।

ইসরাইল প্রসঙ্গে বাইডেনের নীতি পরিবর্তন, ইসরাইলকে অর্থায়ন বন্ধ এবং গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে বাইডেনকে চাপ দিতেই এ বিক্ষোভের আয়োজন করা করেছে।

কোনো কিছুকে তোয়াক্কা না করে বিজয়ের পর বাইডেন ভোটারদের ধন্যবাদ জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন। বলেছেন, আমি তাদের ধন্যবাদ জানাতে চাই যারা আমার সঙ্গে আছেন। মিশিগানের মধ্যবিত্তের জন্য কাজ করার বিষয়ে তার রেকর্ডের কথাও উল্লেখ করেছেন। তবে গাজা সংঘাতের বিষয়ে কোনো কথা উল্লেখ করেননি।

সমর্থন কমতে থাকলেও ডেমোক্র্যাট প্রার্থী হিসাবে বাইডেনের সহজ জয়ে কোনো বাধা সৃষ্টি করবে না। তবে নভেম্বরের সাধারণ নির্বাচনের আগে উল্লেখযোগ্য সংখ্যক ‘প্রতিশ্রুতিহীন’ ভোট বাইডেনের জীবনে বিপদের ঘণ্টা বাজিয়ে দিতে পারে।

এদিকে মিশিগানের প্রাইমারিতে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রিপাবলিকান ভোটে বিজয়ী হয়েছেন। ট্রাম্প ও বাইডেন উভয়ই নিরঙ্কুশ বিজয়ের দিকে আগাচ্ছেন। রিপাবলিকান প্রার্থীর দৌড়ে ডোনাল্ড ট্রাম্পকে আগাম বিজয়ী ঘোষণার কারণে এখন বলা যায় দল দুটির প্রার্থী নির্বাচনে আর কোনো চমক নেই।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

তৃতীয় বারের মত প্যাটারসন সিটির কাউন্সিলম্যান নির্বাচিত শাহীন খালিক
নিউজার্সিতে বাংলাদেশি বংশোদ্ভূত ফাবিহা কৃতিত্বের সহিত নার্সিং গ্রাজুয়েশন সম্পন্ন
টেক্সাসে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে
নিউইয়র্কে বাংলাদেশি খুনের ঘটনায় ন্যায়বিচার নিয়ে সংশয়ে পরিবার
যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে বাংলাদেশী যুবকের নামে বিমানবন্দরে ‘বেঞ্চ ওয়ারেন্ট’
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজ বাড়ির রান্নাঘরে বাংলাদেশি উইন রোজারিও হত্যার ভিডিও প্রকাশ

আরও খবর