রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৯.৮৩°সে
সর্বশেষ:
বিপুল নকল ওরস্যালাইনসহ ৩ প্রতারক গ্রেফতার মাথার ওপরে উড়ছে ড্রোন, গেটে পাহারায় পুলিশ যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে নিউজিল্যান্ডের তারকা অ্যান্ডারসন রেকর্ড তৃতীয়বারের মতো লন্ডনের মেয়র হলেন সাদিক খান ভূমি-প্লট-স্পেস ও ফ্ল্যাট বরাদ্দ নিয়ে রাজউকের নতুন বিধিমালার প্রজ্ঞাপন জাল দলিলে নিঃস্ব বহু ফ্ল্যাট মালিক ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং যুক্তরাষ্ট্রের মুখোশ উন্মোচন হয়েছে: ইরান ধর্মপাশা থানা কর্তৃক ক্লু-লেস ২টি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও চোরাই অটোরিক্সা উদ্ধারসহ ৭ জন আসামি গ্রেফতার হিটলারের সেনা সদরদপ্তরে মিলল হাত-পা ছাড়া ৫ কঙ্কাল ‘খামারি অ্যাপস ব্যবহারে কমবে খরচ, বাড়বে ফসলের উৎপাদন’ বিলুপ্ত হবে স্মার্টফোন, দাবি গবেষকদের

১২ বছরেই পাঁচ ডিগ্রিসহ স্নাতক অর্জন

অনলাইন ডেস্ক :মাত্র ১২ বছরেই পাঁচ ডিগ্রিসহ স্নাতক অর্জন করে রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফুলারটন কলেজের শিক্ষার্থী ক্লোভিস হাং। এ বিস্ময় বালক জানিয়েছেন, তার ইচ্ছা ছিল ২০২০ সালে ১৩ বছর বয়সে স্নাতক অর্জন করা এক শিক্ষার্থীর রেকর্ড ভাঙা।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হাং বলেন, আমি সবচেয়ে কম বয়সে স্নাতক অর্জন করতে চেয়েছিলাম। তবে আশা করতে পারিনি যে, এটা করতে পারব। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, পাঁচটি অ্যাসোসিয়েট ডিগ্রি নিয়ে স্নাতক অর্জন করেছে হাং।

আগামী বছর সে ষষ্ঠটি নেয়ার পরিকল্পনা করছে। হাংয়ের অ্যাসোসিয়েট ডিগ্রি পাওয়া বিষয়গুলো হলো, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, সামাজিক আচরণ এবং স্ব-উন্নয়ন, শিল্প ও মানুষের অভিব্যক্তি এবং বিজ্ঞান ও গণিত। হাংয়ের মা সং চৈ জানান, তার ছেলে সবসময়ই অত্যন্ত স্ব-প্রণোদিত এবং লক্ষ্য নিয়ে এগিয়েছে।

এ কারণেই তিনি তাকে ২০১৯ সালে গতানুগতিক পাবলিক স্কুল থেকে বের করে নিয়ে আসেন। এক বিবৃতিতে চৈ বলেন, হাং খুব কৌতূহলী। গতানুগতিক পাবলিক স্কুলগুলো তার কৌতূহল মেটাতে পারছিল না। আর এজন্য কলেজই ছিল সবচেয়ে ভালো ব্যবস্থা। ফুলারটন কলেজে বিশেষ ব্যবস্থায় ভর্তি হয় হাং।

এ সময় সে বাড়িতে স্কুলের কারিকুলামও সম্পন্ন করে। তার মা জানান, শিক্ষকতার অভিজ্ঞতা থাকায় তিনি তার সন্তানকে স্কুল ও কলেজের কারিকুলাম সম্পন্ন করতে সাহায্য করতে পেরেছেন। হাংয়ের অর্জন নিয়ে ফুলারটন কলেজের জীববিজ্ঞানের অধ্যাপক কেনেথ কলিন্স কেনেথ কলিন্স বলেন, অন্য শিক্ষার্থীদের সঙ্গে হাংয়ের বয়স ও জ্ঞানের পার্থক্য নিয়ে চিন্তিত ছিলাম। কিন্তু তার মধ্যে শিশু ও কলেজ ছাত্রের দুর্দান্ত মিশ্রণ দেখেছি। হাং জানান, প্রত্যেক সেমিস্টারের শুরুতে সে একটু ভীত থাকত। এই খুদে শিক্ষার্থী বলেন, আমি আমার পড়াশোনার প্রতি খুব মনোযোগী ছিলাম। আমি এমন কাজ করতে চাই যা আমার সমাজের জন্য মঙ্গলজনক হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মুখোশ উন্মোচন হয়েছে: ইরান
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে গ্রেফতার ২২০০ ছাড়াল
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি আন্দোলন, বাইডেন কেন চুপ?
যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশী হত্যার আসামি গ্রেফতার,জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড
যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করতে চায় চীন: ব্লিঙ্কেন
ট্রাম্পের বিচার নিয়ে সুপ্রিমকোর্টে বিভক্তি

আরও খবর