শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২.৬৪°সে
সর্বশেষ:
তীব্র তাপপ্রবাহে ত্রাহি জনজীবন, বৃষ্টির আশায় বিশেষ দোয়া দেশকে এগিয়ে নিতে কৃষির আধুনিকায়নের বিকল্প নেই : স্থানীয় সরকারমন্ত্রী ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ হবিগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ বিশ্ববিদ্যালয়গুলোকে স্মার্ট হতে হলে মুক্তবুদ্ধি ও সৃষ্টিশীল কাজের চর্চা করতে হবে : ইউজিসি চেয়ারম্যান জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ গোল্ডেন মনির খালাস: আদালত বলছেন, মামলা সাজানো, তাঁর অস্ত্র বৈধ তাহিরপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আনুষ্ঠানিক ভাবে আফতাব উদ্দিনের প্রচার প্রচারনা শুরু ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা আজ অংশ নিচ্ছে দেড় শতাধিক বলী ইসরাইলি স্থাপনায় আবার হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা ইন্টারনেটের গতি ফিরতে লাগবে আরও ১ মাস প্রায় প্রত্যেক বিশ্বনেতা বলছেন, আমাকে জিততে হবে: বাইডেন

১২ বছরেই পাঁচ ডিগ্রিসহ স্নাতক অর্জন

অনলাইন ডেস্ক :মাত্র ১২ বছরেই পাঁচ ডিগ্রিসহ স্নাতক অর্জন করে রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফুলারটন কলেজের শিক্ষার্থী ক্লোভিস হাং। এ বিস্ময় বালক জানিয়েছেন, তার ইচ্ছা ছিল ২০২০ সালে ১৩ বছর বয়সে স্নাতক অর্জন করা এক শিক্ষার্থীর রেকর্ড ভাঙা।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হাং বলেন, আমি সবচেয়ে কম বয়সে স্নাতক অর্জন করতে চেয়েছিলাম। তবে আশা করতে পারিনি যে, এটা করতে পারব। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, পাঁচটি অ্যাসোসিয়েট ডিগ্রি নিয়ে স্নাতক অর্জন করেছে হাং।

আগামী বছর সে ষষ্ঠটি নেয়ার পরিকল্পনা করছে। হাংয়ের অ্যাসোসিয়েট ডিগ্রি পাওয়া বিষয়গুলো হলো, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, সামাজিক আচরণ এবং স্ব-উন্নয়ন, শিল্প ও মানুষের অভিব্যক্তি এবং বিজ্ঞান ও গণিত। হাংয়ের মা সং চৈ জানান, তার ছেলে সবসময়ই অত্যন্ত স্ব-প্রণোদিত এবং লক্ষ্য নিয়ে এগিয়েছে।

এ কারণেই তিনি তাকে ২০১৯ সালে গতানুগতিক পাবলিক স্কুল থেকে বের করে নিয়ে আসেন। এক বিবৃতিতে চৈ বলেন, হাং খুব কৌতূহলী। গতানুগতিক পাবলিক স্কুলগুলো তার কৌতূহল মেটাতে পারছিল না। আর এজন্য কলেজই ছিল সবচেয়ে ভালো ব্যবস্থা। ফুলারটন কলেজে বিশেষ ব্যবস্থায় ভর্তি হয় হাং।

এ সময় সে বাড়িতে স্কুলের কারিকুলামও সম্পন্ন করে। তার মা জানান, শিক্ষকতার অভিজ্ঞতা থাকায় তিনি তার সন্তানকে স্কুল ও কলেজের কারিকুলাম সম্পন্ন করতে সাহায্য করতে পেরেছেন। হাংয়ের অর্জন নিয়ে ফুলারটন কলেজের জীববিজ্ঞানের অধ্যাপক কেনেথ কলিন্স কেনেথ কলিন্স বলেন, অন্য শিক্ষার্থীদের সঙ্গে হাংয়ের বয়স ও জ্ঞানের পার্থক্য নিয়ে চিন্তিত ছিলাম। কিন্তু তার মধ্যে শিশু ও কলেজ ছাত্রের দুর্দান্ত মিশ্রণ দেখেছি। হাং জানান, প্রত্যেক সেমিস্টারের শুরুতে সে একটু ভীত থাকত। এই খুদে শিক্ষার্থী বলেন, আমি আমার পড়াশোনার প্রতি খুব মনোযোগী ছিলাম। আমি এমন কাজ করতে চাই যা আমার সমাজের জন্য মঙ্গলজনক হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

প্রায় প্রত্যেক বিশ্বনেতা বলছেন, আমাকে জিততে হবে: বাইডেন
ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রে ২৭ এপ্রিল ৯ম আন্তর্জাতিক নারী দিবস পুরস্কার অনুষ্ঠিত হবে
দেশে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান রাষ্ট্রদূত ইমরানের
নিউইয়র্কে আদালতের সামনে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
আদালতের ভেতরে ট্রাম্প, বাইরে শরীরে আগুন দিলেন কে এই ব্যক্তি?

আরও খবর