সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১২.৪৪°সে

সমন্বিত প্রয়াস ছাড়া নিরাপদ সড়ক সম্ভব নয় : ইলিয়াস কাঞ্চন

কুমিল্লা প্রতিনিধি:

‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার দাউদকান্দি গৌরীপুরে প্রধান অতিথির বক্তৃতায় ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, সমন্বিত প্রয়াস ছাড়া নিরাপদ সড়ক সম্ভব নয়।সোমবার (৯ অক্টোবর) বিকেল ৪ টায় উপজেলার গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।তিনি বলেন,দক্ষ চালক,অনুমোদিত বাহন ও সড়ক পারাপারের নিয়ম-বিধি সড়ক দুর্ঘটনার হাত থেকে সকলের জীবন রক্ষা করতে পারে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার আহ্বায়ক লিটন সরকার বাদল, সদস্য সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশসেরা শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন, নিরাপদ সড়ক চাই সংগঠনের মহাসচিব লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো: মহিনুল হাসান।উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান,দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক,হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম,গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আসাদুজ্জামান, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোমান মিয়া সরকার,পরিবেশ ও কৃষিতে তিনবার রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত অধ্যাপক মতিন সৈকত,দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন,প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব,নিরাপদ সড়ক চাই দাউদকান্দি শাখার উপদেষ্টা মো: কামাল উদ্দিন প্রমুখ।সাম্প্রতিক সময়ে দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন নাঈম ইসলামের সাহায্যে তার মা লিপি আক্তারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি সহ অন্য অতিথিবৃন্দ।এসময় আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই সংগঠনের দাউদকান্দি উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষক,জনপ্রতিনিধি,সুশীল সমাজের ব্যক্তিবর্গ প্রমুখ।

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে
খাগড়াছড়িতে বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের প্রাণহানি
বিপুল নকল ওরস্যালাইনসহ ৩ প্রতারক গ্রেফতার
ভূমি-প্লট-স্পেস ও ফ্ল্যাট বরাদ্দ নিয়ে রাজউকের নতুন বিধিমালার প্রজ্ঞাপন
জাল দলিলে নিঃস্ব বহু ফ্ল্যাট মালিক
ধর্মপাশা থানা কর্তৃক ক্লু-লেস ২টি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও চোরাই অটোরিক্সা উদ্ধারসহ ৭ জন আসামি গ্রেফতার

আরও খবর