বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩.৪°সে
সর্বশেষ:
ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বামীর হাত পা বেঁধে মারধর-সিগারেটের ছ্যাঁকা, স্ত্রী গ্রেফতার বিব্রতকর ফেসবুক স্টোরি বন্ধ করবেন যেভাবে স্টোরি শেয়ারে নতুন ফিচার আনছে ইনস্টাগ্রাম চীনের হাসপাতালে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ১০ জনের মৃত্যু সাড়ে ছয় মাস পর বিএনপি নেতা খায়রুল কবির কারামুক্ত কচুতে আঁচড় দিলে দুধ বের হয়, কাটলে হলুদ! ভোটারদের মধ্যে টাকা বিতরণকালে উপজেলা চেয়ারম্যানসহ আটক ১১ সুনামগঞ্জ পুলিশ অফিসে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করলেন সিলেট রেঞ্জ ডিআইজি উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন: প্রধানমন্ত্রী যুদ্ধবিরতিতে রাজি হামাস, দিয়েছে যেসব শর্তে ইসরাইলে অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে মালয়েশিয়া ছাড়তে বললেন মাহাথির

যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট সিনাগগ বোর্ডের প্রেসিডেন্ট সামান্থা ওলকে হত্যা

অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট সিনাগগ বোর্ডের প্রেসিডেন্ট সামান্থা ওলকে(৪০) হত্যা করা হয়।শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে তার বাসার কাছাকাছি এলাকায় গঠনা ঘটে।

বিবৃতিতে সিনাগগ বোর্ড জানিয়েছে, ‘সামান্তার অনাকাঙ্ক্ষিত এই মৃত্যু আমাদের মর্মাহত করে তুলেছে। আমরা গভীরভাবে শোকাহত।’

সকালে এ খবর জেনেই ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের কর্তারা। ‌রক্তের আলামত অনুসরণ করে তারা সিনাগগ বোর্ডের এই প্রেসিডেন্টের বাসায় যান ও তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেন। সামান্তার দেহের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল বলেও পুলিশ জানিয়েছে।

শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মিশিগান অঙ্গরাজ্যের পুলিশ এ ঘটনায় তদন্ত চালিয়ে যাওয়ার বিষয়টি আশ্বস্ত করেছেন। পাশাপাশি, কারো কাছে এ সংক্রান্ত তথ্য থাকলে পুলিশকে জানানোরও নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে সামান্তা যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি মিশিগান অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল দানা নেসেলের রাজনৈতিক উপদেষ্টাও ছিলেন।

এক্স-হ্যান্ডেলে নেসেল বলেন, ‌‘সামান্তার এই নৃশংস হত্যাকাণ্ডের কথা জানতে পেরে আমি মর্মাহত, শোকাহত ও আতঙ্কিত।’

বিবৃতিতে ডেট্রয়েট শহরের মেয়র মাইক ডুগ্যান বলেন, ‘সামান্তা ছিলেন যুক্তরাষ্ট্রের একজন তরুণ নেত্রী। সপ্তাহখানেক আগে তার সাথে সিনাগগের এক অনুষ্ঠানে আমার দেখা হয়েছিল। তার মর্মান্তিক মৃত্যু এই সিটির বাসিন্দারা স্তম্ভিত হয়ে পড়েছে।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব
বামীর হাত পা বেঁধে মারধর-সিগারেটের ছ্যাঁকা, স্ত্রী গ্রেফতার
বিব্রতকর ফেসবুক স্টোরি বন্ধ করবেন যেভাবে
চীনের হাসপাতালে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ১০ জনের মৃত্যু
সাড়ে ছয় মাস পর বিএনপি নেতা খায়রুল কবির কারামুক্ত
কচুতে আঁচড় দিলে দুধ বের হয়, কাটলে হলুদ!

আরও খবর