শনিবার, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৯.৪১°সে
সর্বশেষ:

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সভা ও মিছিল

অনলাইন ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের যৌথ প্রতিবাদ সভা শনিবার (২৭ মে) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আসিফ কাজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রবীণ রাজনীতিবিদ মুরাদ খান ঠাকুর।

সভায় মুরাদ খান ঠাকুর বলেন, ‘যতই চাপ আসুক, শেখ হাসিনাকে দমানো যাবে না। তিনি বিশ্ব রাজনিতীর এক অনন্য উদাহরণ। শেখ হাসিনার ফরেন পলিসি তার অবস্থানকে সুসংগঠিত করেছে। তিনি একমাত্র রাজনীতিবিদ, যিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। তিনি বহু বার মৃত্যুর পথ থেকে ফিরে এসেছেন, মৃত্যু ভয় তাকে তাড়িত করে না।’

সভায় শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাকে দ্রুত আইনের আওয়াতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।সভায় বক্তারা বলেন, ‘শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ প্রয়োজনীয় মুহূর্তে যে কোন সিদ্ধান্ত নিতে প্রস্তুত রয়েছে।’সভা শেষে বিক্ষোভ মিছিল করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোছেন সেন্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপদেষ্টা নুরুল আমিন, জয়নাল চৌধুরী, মুক্তিযোদ্ধা শামীম মৃধা, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ সভাপতি জেসমিন চৌধুরী, সহ সভাপতি জুয়েল সাদাত, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক নাজিম উল্লাহ লিটন, সাংগঠনিক সম্পাদক সাইয়েদ হোসেন, কোষাধ্যক্ষ মুরাদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক শাহনূর নাসিমা, তথ্য ও গবেষণা সম্পাদক নাজিয়া নুজহাত নিশি, নির্বাহী সদস্য শাহানারা বেগম, রোকেয়া বেগম, মোহাম্মদ আলী ও কমল প্রমুখ।

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজ বাড়ির রান্নাঘরে বাংলাদেশি উইন রোজারিও হত্যার ভিডিও প্রকাশ
যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশী হত্যার আসামি গ্রেফতার,জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড
১৪ মাস পর চোখ মেলছেন কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়
এফবিসিসিআই পরিচালকের সাথে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের আলোচনা
যুক্তরাষ্ট্রে ২৭ এপ্রিল ৯ম আন্তর্জাতিক নারী দিবস পুরস্কার অনুষ্ঠিত হবে
ইতালি দূতাবাসের সামনে পাসপোর্ট ফেরত চেয়ে বিক্ষোভ

আরও খবর