বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৭.৯১°সে
সর্বশেষ:
সুনামগঞ্জ পুলিশ অফিসে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করলেন সিলেট রেঞ্জ ডিআইজি উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন: প্রধানমন্ত্রী যুদ্ধবিরতিতে রাজি হামাস, দিয়েছে যেসব শর্তে ইসরাইলে অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে মালয়েশিয়া ছাড়তে বললেন মাহাথির ফের রাফায় স্থল অভিযান ইসরাইলের, নেতানিয়াহুকে কঠোর হুশিয়ারি বাইডেনের নিজের গোপন কীর্তি ফাঁস করলেন কাজল যুক্তরাষ্ট্রে দমনপীড়নেও অনড় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভারতের লোকসভা নির্বাচন: তৃতীয় দফায় ভোট ৯৩ কেন্দ্রে ইসরাইলে গোলাবারুদের চালান থামাল যুক্তরাষ্ট্র শনিবার স্কুল খোলা রাখায় শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা ইউনিসেফের শুভেচ্ছা দূত হলেন কারিনা ১৬ হাজার ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার

নিউ ইয়র্ক পুলিশে চাকরি ছাড়ার হিড়িক 

অনলাইন ডেস্ক:
নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে বাড়ছে চাকরি ছাড়ার হিড়িক। গত বুধবার কুইন্সে বাহিনীর সদস্যদের অবসরকালীন সযোগ-সুবিধা সংক্রান্ত এক সেমিনারে অংশ নিয়েছেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য। এতে শিগগিরই আরও উল্লেখযোগ্যসংখ্যক পুলিশ সদস্য চাকরি ছাড়বে বলে ধারণা করছেন ডিপার্টমেন্টের কর্মকর্তারা।

নিউইয়র্ক সিটি থেকে গড়ে প্রতিমাসে ৩৩৯ পুলিশ কর্মকর্তা চাকরি ছেড়ে দিচ্ছেন। গুরুত্বপূর্ণ এ সিটি থেকে স্বেচ্ছায় পুলিশ কর্মকর্তাদের পদত্যাগের ঘটনা অতীতের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। ২০২২ সালে শুধু এক বছরেই এ সংখ্যা চার হাজার ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। স্বেচ্ছায় চাকরি ছাড়া এসব পুলিশ কর্মকর্তার অধিকাংশেরই চাকরির মেয়াদ ২০ বছর পূর্ণ হয়ে গেছে। ২০ বছর মেয়াদের পর পূর্ণ সুবিধাসহ নিউইয়র্ক সিটির পুলিশ কর্মকর্তারা অবসরে যেতে পারেন। এরমধ্যে যারা মেয়াদের আগেই চাকরি ছাড়ছেন, তাঁরা বেশি বেতনের কাজ পেয়ে নিজেদের অন্য বিভাগে বা অন্য সিটিতে স্থানান্তর করছেন।

নিউইয়র্ক সিটির পুলিশ বেনেভোলেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট প্যাট্রিক লিনচ বলেন, ২০০১ সালের সেপ্টেম্বর ঘটনার পর ২০০২ সালে নিউইয়র্ক সিটি থেকে ৩৮০০ পুলিশ কর্মকর্তা স্বেছা অবসরে গিয়েছিলেন। এ পর্যন্ত এটাই রেকর্ড। প্যাট্রিক লিনচ জানান, এখন পর্যন্ত সিটি থেকে এ বছরে তিন হাজারের বেশি অফিসার চলে

গেছেন। বছর শেষ হওয়ার আগে এ সংখ্যা চার হাজার ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তিনি জানান, উদ্বেগের বিষয় হচ্ছে অর্ধেকেরও বেশি পুলিশ কর্মকর্তা উচ্চবেতনের চাকরিতে অন্যত্র চলে যেতে দেখা যাচ্ছে। এমনকি নিউইয়র্ক সিটির এমটিএ বিভাগে কাজে যোগদান করলেই এসব কর্মকর্তা বছরে তাঁদের বর্তমান বেতনের ৩০ শতাংশ বেশি পাচ্ছেন।

নিউইয়র্কের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ নেই বলে অভিযোগ উঠেছে। অপরাধ নিয়ন্ত্রণের জন্য মেয়র এরিক অ্যাডামসের বিভিন্ন উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে। যদিও মেয়র এরিক অ্যাডামস বলেছেন প্রচুর নতুন পুলিশ নেয়া হচ্ছে। বিপুল সংখ্যক যুবক নিউইয়র্কের মতো সিটির গর্বিত পুলিশ বিভাগে যোগ দেয়ার প্রস্তুত বলে তিনি বলেন। এনওয়াইপিডি থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, চলতি বছরে এরইমধ্যে দুই হাজার নতুন পুলিশ কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। অনেকেরই প্রশিক্ষণ চলমান এবং প্রশিক্ষণের পরই তাঁরা কাজে যোগদান করবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সুনামগঞ্জ পুলিশ অফিসে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করলেন সিলেট রেঞ্জ ডিআইজি
উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন: প্রধানমন্ত্রী
যুদ্ধবিরতিতে রাজি হামাস, দিয়েছে যেসব শর্তে
ইসরাইলে অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে মালয়েশিয়া ছাড়তে বললেন মাহাথির
ফের রাফায় স্থল অভিযান ইসরাইলের, নেতানিয়াহুকে কঠোর হুশিয়ারি বাইডেনের
নিজের গোপন কীর্তি ফাঁস করলেন কাজল

আরও খবর