বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১২.৪৮°সে
সর্বশেষ:
ফিলিস্তিনের ২০ শিক্ষার্থীকে ঢাবিতে ভর্তি করা হবে: উপাচার্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে ইইউ মানিকগঞ্জে প্রার্থীর ওপর হামলা, প্রতিবাদে পালটাপালটি কর্মসূচি ৫ বছরে ডিজিটাল নিরাপত্তা আইনে ৪৫১ সাংবাদিকের বিরুদ্ধে মামলা রূপপুর প্রকল্পে পরীক্ষামূলক নতুন বিদ্যুৎ লাইন চালু ১৪ মাস পর চোখ মেলছেন কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম সুনামগঞ্জে কলেজ ছাত্রীকে ধর্ষণের পর হত্যা কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬ মাদকের অপব্যবহার প্রতিরোধে নীলফামারীতে কর্মশালা নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে: ইসি আহসান হাবিব

কুমিল্লা থেকে কক্সবাজার সড়কে ৪ স্তরের নিরাপত্তা বলয়

অনলাইন ডেস্ক:
নানা কর্মতৎপরতার মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত করা হয়েছে। রোববার দেশের প্রধান এ মহাসড়কের দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত কোথাও যানজটের দেখা মেলেনি। মহাসড়কের কুমিল্লা অংশের ২০টি পয়েন্টে যানজটের আশঙ্কা করা হয়েছিল।

যানজটপ্রবণ এসব পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এতে মহাসড়ক ছিল যানজটমুক্ত। এদিন অনেকটা নির্বিঘ্নেই ঢাকা থেকে দক্ষিণ পূর্বাঞ্চলের হাজার হাজার যাত্রী নাড়ির টানে ঘরে ফিরেছে। এদিকে মহাসড়ক যানজট এবং অপরাধমুক্ত রাখতে দাউদকান্দি থেকে কক্সবাজার পর্যন্ত চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

অপরদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য দুপুরে কুমিল্লা অংশ পরিদর্শন করেন হাইওয়ে পুলিশের প্রধান এবং অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান। এ সময় তিনি সাংবাদিকদের কাছে মহাসড়কের ঈদযাত্রা নিয়ে সার্বিক পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরেন।

কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে কক্সবাজারের শাহপরীরদ্বীপ পর্যন্ত মহাসড়কে চার স্তরের নিরাপত্তা বাহিনী কাজ করছে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ,জেলা প্রশাসন এবং কমিউনিটি পুলিশিং সদস্যরা নিয়োজিত রয়েছে। এছাড়া র‌্যাব এবং গোয়েন্দা সংস্থার কয়েকটি টিম মহাসড়কে নজরদারি বৃদ্ধি করেছে। যানজটপ্রবণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটলে তাৎক্ষণিক মোবাইল কোর্টের ব্যবস্থা রয়েছে। পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহাসড়কে দায়িত্ব পালন করছেন।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খাইরুল আলম বলেন, এবারের ঈদে ঘরমুখো মানুষের মহাসড়কে কোথাও কোনো বিড়ম্বনার শিকার হতে হবে না। অবাধ যাতায়াতের জন্য আমরা মহাসড়ককে নিরাপত্তা বলয়ের আওতায় এনেছি। পাশাপাশি কোনো প্রকার দুর্ঘটনা ঘটলে অতিদ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি।

হাইওয়ে পুলিশপ্রধান এবং অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান বলেন, ঈদযাত্রা স্বাচ্ছন্দ্যময় এবং স্বস্তিদায়ক করতে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছি। ইতোমধ্যে মহাসড়কের যানজটপ্রবণ এলাকাগুলোতে আমরা ব্যাপকভাবে অবৈধ স্থাপনা এবং হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। সড়ক জনপদ বিভাগ মহাসড়ক সংস্কার করে চলাচলের উপযোগী করেছে। আমরা ইতোপূর্বে সকল স্টেক হোল্ডারদের নিয়ে দফায় দফায় বৈঠক করে সব প্ল্যানগুলো মাঠে প্রয়োগ করছি। আমরা দেশের প্রধান এই মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছি। মহাসড়কে চার স্তরের নিরাপত্তা বলয় কাজ করছে। আশা করি এবারের ঈদযাত্রা হবে অত্যন্ত প্রশান্তির।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ফিলিস্তিনের ২০ শিক্ষার্থীকে ঢাবিতে ভর্তি করা হবে: উপাচার্য
অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে ইইউ
মানিকগঞ্জে প্রার্থীর ওপর হামলা, প্রতিবাদে পালটাপালটি কর্মসূচি
৫ বছরে ডিজিটাল নিরাপত্তা আইনে ৪৫১ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
রূপপুর প্রকল্পে পরীক্ষামূলক নতুন বিদ্যুৎ লাইন চালু

আরও খবর