শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯.৩৩°সে
সর্বশেষ:
নিউজার্সিতে বাংলাদেশি বংশোদ্ভূত ফাবিহা কৃতিত্বের সহিত নার্সিং গ্রাজুয়েশন সম্পন্ন সুপ্রিম কোর্টে শুনানিকালে আইনজীবীদের কালো গাউন পড়তে হবে সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী বর্তমান সরকার নাগরিক সুবিধা সম্পন্ন টেকসই নগরায়নে বদ্ধপরিকর : স্থানীয় সরকার মন্ত্রী টেক্সাসে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রয়েছে : আইজিপি আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় তিন স্পেনীয়সহ নিহত ৪ ফ্রান্সে ইহুদি উপাসনালয়ে আগুন, অভিযুক্তকে গুলি করে হত্যা ফ্রান্সে ইহুদি উপাসনালয়ে আগুন, অভিযুক্তকে গুলি করে হত্যা রাবিতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে হত্যা হুমকির অভিযোগ ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

কুমিল্লার চান্দিনায় ব্যবসায়ি বন্ধুকে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার চান্দিনায় ব্যবসায়িক দ্বন্দ্বে প্রস্রাব করা অবস্থায় বন্ধুকে কুপিয়ে হত্যা করা হয়। রোববার রাত সাড়ে ৯টায় চান্দিনা উপজেলার পশ্চিম বেলাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল হোসেন (২৬) বেলাশহর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক ডেকোরেশন ব্যবসায়ী। হত্যাকারী বন্ধু আব্দুল আউয়াল (২৫) একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনিও একই পেশায় নিয়োজিত।

প্রত্যক্ষদর্শী আব্দুল হাকিম জানান, আমি পশ্চিম বেলাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চা দোকানের ব্যবসা করি। রোববার রাত সাড়ে ৯টার দিকে আমার দোকানের পাশে উজ্জ্বল প্রস্রাব করছিল। এ অবস্থায় তার বন্ধু আউয়াল তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

তিনি জানান, উজ্জ্বলের চিৎকার শুনে আমরা দোকান থেকে বের হতেই আউয়াল দৌড়ে পালিয়ে যায়। আমরা তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। গুরুতর জখম হওয়ায় তাকে রাতেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাত অনুমান সাড়ে ১২টায় ঢাকায় নেওয়ার পথে মৃত্যু ঘটে তার।

এদিকে হত্যাকারী আব্দুল আউয়াল সম্পর্কে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে বিরূপ মন্তব্য করতে দেখা গেছে। ইতোপূর্বে বিভিন্ন মানুষের সঙ্গে মারামারি, নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগ তুলেন এলাকাবাসী। এ সময় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মৃতের স্ত্রী বিউটি আক্তার জানান, আব্দুল আউয়াল এবং আমার স্বামী দীর্ঘদিনের বন্ধু। আউয়াল প্রতিদিনই আমাদের বাড়িতে আসা-যাওয়া করতেন। দুই বন্ধু মিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও পশ্চিম বেলাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় দীর্ঘদিন যাবত ইলেকট্রিক ডেকোরেশন দোকান দিয়ে এলাকার বিভিন্ন অনুষ্ঠানে কাজ করে আসছেন। প্রায় এক বছর আগে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়ে একই স্থানে দুইজনে পৃথক দোকান দেয়। আমার স্বামীর কাজ ও ব্যবহার ভালো থাকায় বেশির ভাগ কাজই আমার স্বামী পায়। এ নিয়ে দুইজনের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো। ধারণা করছি ওই ব্যবসায়িক দ্বন্দ্বেই আমার স্বামীকে হত্যা করা হয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান বলেন, পুলিশ ঘটনার সংবাদ পেয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ বিষয়ে মৃতের বাবা মোসলেম উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ধর্মপাশা থানা কর্তৃক ক্লু-লেস ২টি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও চোরাই অটোরিক্সা উদ্ধারসহ ৭ জন আসামি গ্রেফতার
মিল্টন সমাদ্দার গ্রেফতার
খুলনায় ১২ স্বর্ণের বারসহ যুবক আটক
বাবার চড়ে ছিটকে শিশুকন্যার মৃত্যু
খুলনা গাইকুর হাত-পা বাঁধা, গলায় ফাঁস দেওয়া যুবকের রহস্যজনক মৃত্যু
কাপ্তাইয়ে শিশু নির্যাতন পরোয়ানা ভুক্ত আসামী আটক

আরও খবর