মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১০.৮৮°সে
সর্বশেষ:
ফিলিস্তিনকে মুক্ত করতে মুসলিম জাতিসংঘ গঠনের দাবি ইসলামী ঐক্যজোটের মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ৮ আদালতে হঠাৎ অসুস্থ বাবুল আক্তার, সাক্ষ্যগ্রহণ পেছাল একই নম্বর পেয়ে যমজ বোন পেল জিপিএ-৫ যুক্তরাষ্ট্রে স্নাতক সমাপনী অনুষ্ঠানেও শিক্ষার্থীদের বিক্ষোভ ভারতে চতুর্থ দফার ভোটও শান্তিপূর্ণ সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী চপলের দিনভর সভা সমাবেশ অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পাশের হার ৮৯.২৬, জিপিএ-৫-এ এগিয়ে মেয়েরা সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান কারাগারে স্ত্রী কবরে, স্বামী জেলখানায়! গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, জনপ্রিয় অভিনেত্রী নিহত গণমাধ্যমকর্মী আইন নিয়ে সাংবাদিক সংগঠন ও অংশীজনদের মতামত নেওয়া শুরু

আন্দোলনরত চিকিৎসকদের লাইসেন্স স্থগিত করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

অনলাইন ডেস্ক
মেডিকেল ভর্তিতে আসন সংখ্যা বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করছেন দক্ষিণ কোরিয়ার প্রায় ১০ হাজার জুনিয়র চিকিৎসক। কাজে ফেরার সরকারি নির্দেশের পরও যারা যোগ দেননি তাদের লাইসেন্স স্থগিত করা শুরু করেছে সরকার।

সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহ দুয়েক আগে আন্দোলন শুরু হয়েছিল। সরকার তাদের ২৯ ফেব্রুয়ারির মধ্যে কাজে যোগ দেওয়ায় সময়সীমা বেঁধে দিয়েছিল। আন্দোলননের কারণে চিকিৎসাসেবা, সার্জারি ব্যাহত হয়েছে। সরকারকে জনস্বাস্থ্যের সর্বোচ্চ এলার্ট জারি করতে হয়েছে।

দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, সরকার মেডিকেল খাতের পেশাজীবীদের আন্দোলন বন্ধ করার নির্দেশ দিতে পারে বা তাদের লাইসেন্স স্থগিত করতে পারে, এমনকি সর্বোচ্চ তিন বছরের জেল ও জরিমানা করতে পারে।

সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাজধানী সিউলে গতকাল রবিবার অনেক চিকিৎসক বিক্ষোভ করেছেন। এদের মধ্যে আন্দোলনে না থাকা অনেক চিকিৎসকও ছিলেন। তারা ‘আমরা অপরাধী নই’ লেখা ব্যানার প্রদর্শন করেন।

ভাইস স্বাস্থ্যমন্ত্রী পার্ক মিন-সু সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, কাজে ফেরার সরকারি নির্দেশের পর মাত্র ৫৬৫ চিকিৎসক কাজে যোগ দিয়েছেন। এখনও প্রায় ৯ হাজার চিকিৎসক আন্দোলন করছেন।

‘আজ সোমবার থেকে সরকার আইনি ব্যবস্থা প্রয়োগ শুরু করছে’ বলে জানান তিনি। তিনি বলেন, ‘যদি তারা সরকারের কাজে ফেরার নির্দেশ লঙ্ঘন করেন তাহলে তিন মাসের জন্য লাইসেন্স স্থগিত করা হবে।

পার্ক মিন-সু সতর্ক করে বলেন, যারা বিশেষায়িত মেডিকেল সার্টিফিকেট পাওয়ার চেষ্টা করছেন তাদের সেটা পাওয়া এক বছর পর্যন্ত দেরি হয়ে যেতে পারে। এতে তাদের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বৃদ্ধ নাগরিকের সংখ্যা বাড়তে থাকায় ও উন্নত দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ায় রোগীপ্রতি চিকিৎসকের সংখ্যা কম হওয়ায় সরকার মেডিকেলে ভর্তির আসন সংখ্যা বছরে তিন থেকে বাড়িয়ে পাঁচ হাজার করতে চাইছে।

কিন্তু আন্দোলনরত চিকিৎসকেরা বলছেন, এতে মেডিকেল শিক্ষার মানের অবনতি হবে। এছাড়া ভবিষ্যতে অপ্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার পরিমাণ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকবে। নতুন চিকিৎসকেরা প্লাস্টিক সার্জারি ও ডার্মাটোলজির মতো অপ্রয়োজনীয় সেবায় ঝুঁকতে পারেন বলেও মনে করছেন আন্দোলনরত চিকিৎসকেরা।

তবে সমালোচকেরা বলছেন, আন্দোলনরত চিকিৎসকেরা মূলত তাদের বেতন ও স্ট্যাটাস রক্ষায় বেশি আগ্রহী।

জরিপ বলছে, তিন-চতুর্থাংশ মানুষ চিকিৎসকদের আন্দোলনে বিরোধিতা করছেন।

দক্ষিণ কোরিয়ায় এক লাখ ৪০ হাজার চিকিৎসক আছেন। সিনিয়র চিকিৎসকেরা আন্দোলন না করলেও তাদের অনেকে আন্দোলনে সমর্থনে বিক্ষোভে অংশ নিয়েছেন।

সূত্র : আল-জাজিরা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ৮
নিজের রেকর্ড ভেঙে ২৯ বার এভারেস্ট জয় করলেন রিতা
জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে বিপুল ভোট, বিপক্ষে দিল যে ৯ দেশ
রাশিয়ায় সেতুর রেলিং ভেঙে নদীতে বাস, নিহত ৭
হামলায় ভয়ে রাফাহ ছাড়ল ৮০ হাজার ফিলিস্তিনি
পশ্চিমা নিষেধাজ্ঞায় থেমে নেই রাশিয়া

আরও খবর