মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯.৮৮°সে
সর্বশেষ:
ফিলিস্তিনকে মুক্ত করতে মুসলিম জাতিসংঘ গঠনের দাবি ইসলামী ঐক্যজোটের মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ৮ আদালতে হঠাৎ অসুস্থ বাবুল আক্তার, সাক্ষ্যগ্রহণ পেছাল একই নম্বর পেয়ে যমজ বোন পেল জিপিএ-৫ যুক্তরাষ্ট্রে স্নাতক সমাপনী অনুষ্ঠানেও শিক্ষার্থীদের বিক্ষোভ ভারতে চতুর্থ দফার ভোটও শান্তিপূর্ণ সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী চপলের দিনভর সভা সমাবেশ অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পাশের হার ৮৯.২৬, জিপিএ-৫-এ এগিয়ে মেয়েরা সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান কারাগারে স্ত্রী কবরে, স্বামী জেলখানায়! গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, জনপ্রিয় অভিনেত্রী নিহত গণমাধ্যমকর্মী আইন নিয়ে সাংবাদিক সংগঠন ও অংশীজনদের মতামত নেওয়া শুরু

নেত্রকোনায় বেড়েছে সবজির দাম

নেত্রকোনা প্রতিনিধি:
সরবরাহ কম থাকার অযুহাতে নেত্রকোনার পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে সকল প্রকার সবজির দাম।

শুক্রবার নেত্রকোনা শহররে মেছুয়া পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, ভোর থকেইে জমে উঠে ছোট বাজার সুপার মার্কেটের সামনের সড়কের পাইকারি সবজির বাজার। বিভিন্নি এলাকা থেকে আসা পাইকাররা আড়ত থেকে নিয়ে যান এসকল সবজি।
গত কয়কেদনি ধরে বাড়ছে সবজরি দাম। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় কাঁচা বাজারে বেড়েছে এ সকল সবজরি দাম। এখান থেকে সবজি নিয়ে জেলার কলমাকান্দা, সিধলিসহ স্থানীয় বভিন্নি বাজারে খুচরা বিক্রি করবনে তারা। গত কয়কেদনি ধরে সবজির সরবরাহ কম থাকায় প্রতিটি সবজরি দাম দিগুণ বেড়েছে যার প্রভাব পড়বে ভোক্তা পর্যায়ে।

আড়তদার জাহাঙ্গীর আলম, মাহমুদ আকন্দ জানান, স্থানীয় এলাকায় সবজির জোগান না থাকায় বাইরে থেকে আসে সকল সবজি। এদিকে কুষ্টিয়া রাজশাহীতে বৃষ্টিপাত হওয়ায় সরবরাহ কমে গেছে। সবজি নষ্ট হয়ে গেছে। মুকামে ক্রাইসিস দেখা দেয়ায় বেড়েছে দাম। অন্যদিকে ক্রেতাদের র্সবোচ্চ মূল্য দিয়ে কিনতে হচ্ছে জানান বাজারে আসা ফরিদ মিয়া। তিনি বলেন, আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে। যে কারণে বাজার ঘুরে দরদাম করতে করতে কিনতে হয়।

গত সপ্তাহে পটল ১৫-২০ ছিল, যা আজ ৩০-৩২, পেঁপে ১৮-২০, বেগুন ৩০-৩২, কাঁচা মরচি ১৮০-২০০, করলা ৫০-৫৫, চিচিঙ্গা ৩০-৩২, ফুল কপি প্রতি পচি আগের চেয়ে ৫-১০ টাকা বেশি দরে ৫৫-৬০ টাকায় বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া পিচ থাকলেও ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদেিক প্রতিটি সবজি স্থানীয় বাজারে গিয়ে ক্রেতাদের কাছে আরও ১০-১৫ টাকা বেশি দরে বিক্রি হবে বলে জানান পাইকাররা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ফিলিস্তিনকে মুক্ত করতে মুসলিম জাতিসংঘ গঠনের দাবি ইসলামী ঐক্যজোটের
আদালতে হঠাৎ অসুস্থ বাবুল আক্তার, সাক্ষ্যগ্রহণ পেছাল
একই নম্বর পেয়ে যমজ বোন পেল জিপিএ-৫
সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী চপলের দিনভর সভা সমাবেশ অনুষ্ঠিত
রাজশাহী বোর্ডে পাশের হার ৮৯.২৬, জিপিএ-৫-এ এগিয়ে মেয়েরা
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান কারাগারে

আরও খবর