সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩.৫৭°সে
সর্বশেষ:
জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশের ৫ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা আত্রাইয়ে তীব্র গরম, দুর্ভোগে শ্রমজীবী মানুষ নানা আয়োজনের বাঙ্গালহালিয়াতে সাংগ্রাঁই জলকেলি উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা সমাবেশের ঘোষণা দিল বিএনপি ইউক্রেন যুদ্ধ বাঁধিয়েছে যুক্তরাষ্ট্র, অভিযোগ রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা তীব্র তাবদাহে শ্রেণি কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করতে চায় চীন: ব্লিঙ্কেন ট্রাম্পের বিচার নিয়ে সুপ্রিমকোর্টে বিভক্তি

নেত্রকোনায় বেড়েছে সবজির দাম

নেত্রকোনা প্রতিনিধি:
সরবরাহ কম থাকার অযুহাতে নেত্রকোনার পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে সকল প্রকার সবজির দাম।

শুক্রবার নেত্রকোনা শহররে মেছুয়া পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, ভোর থকেইে জমে উঠে ছোট বাজার সুপার মার্কেটের সামনের সড়কের পাইকারি সবজির বাজার। বিভিন্নি এলাকা থেকে আসা পাইকাররা আড়ত থেকে নিয়ে যান এসকল সবজি।
গত কয়কেদনি ধরে বাড়ছে সবজরি দাম। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় কাঁচা বাজারে বেড়েছে এ সকল সবজরি দাম। এখান থেকে সবজি নিয়ে জেলার কলমাকান্দা, সিধলিসহ স্থানীয় বভিন্নি বাজারে খুচরা বিক্রি করবনে তারা। গত কয়কেদনি ধরে সবজির সরবরাহ কম থাকায় প্রতিটি সবজরি দাম দিগুণ বেড়েছে যার প্রভাব পড়বে ভোক্তা পর্যায়ে।

আড়তদার জাহাঙ্গীর আলম, মাহমুদ আকন্দ জানান, স্থানীয় এলাকায় সবজির জোগান না থাকায় বাইরে থেকে আসে সকল সবজি। এদিকে কুষ্টিয়া রাজশাহীতে বৃষ্টিপাত হওয়ায় সরবরাহ কমে গেছে। সবজি নষ্ট হয়ে গেছে। মুকামে ক্রাইসিস দেখা দেয়ায় বেড়েছে দাম। অন্যদিকে ক্রেতাদের র্সবোচ্চ মূল্য দিয়ে কিনতে হচ্ছে জানান বাজারে আসা ফরিদ মিয়া। তিনি বলেন, আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে। যে কারণে বাজার ঘুরে দরদাম করতে করতে কিনতে হয়।

গত সপ্তাহে পটল ১৫-২০ ছিল, যা আজ ৩০-৩২, পেঁপে ১৮-২০, বেগুন ৩০-৩২, কাঁচা মরচি ১৮০-২০০, করলা ৫০-৫৫, চিচিঙ্গা ৩০-৩২, ফুল কপি প্রতি পচি আগের চেয়ে ৫-১০ টাকা বেশি দরে ৫৫-৬০ টাকায় বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া পিচ থাকলেও ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদেিক প্রতিটি সবজি স্থানীয় বাজারে গিয়ে ক্রেতাদের কাছে আরও ১০-১৫ টাকা বেশি দরে বিক্রি হবে বলে জানান পাইকাররা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাংলাদেশের ৫ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা
আত্রাইয়ে তীব্র গরম, দুর্ভোগে শ্রমজীবী মানুষ
নানা আয়োজনের বাঙ্গালহালিয়াতে সাংগ্রাঁই জলকেলি উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
সমাবেশের ঘোষণা দিল বিএনপি
তীব্র তাবদাহে শ্রেণি কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা
তীব্র তাপপ্রবাহে ত্রাহি জনজীবন, বৃষ্টির আশায় বিশেষ দোয়া

আরও খবর