মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৭.৭৮°সে
সর্বশেষ:
ফিলিস্তিনকে মুক্ত করতে মুসলিম জাতিসংঘ গঠনের দাবি ইসলামী ঐক্যজোটের মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ৮ আদালতে হঠাৎ অসুস্থ বাবুল আক্তার, সাক্ষ্যগ্রহণ পেছাল একই নম্বর পেয়ে যমজ বোন পেল জিপিএ-৫ যুক্তরাষ্ট্রে স্নাতক সমাপনী অনুষ্ঠানেও শিক্ষার্থীদের বিক্ষোভ ভারতে চতুর্থ দফার ভোটও শান্তিপূর্ণ সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী চপলের দিনভর সভা সমাবেশ অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পাশের হার ৮৯.২৬, জিপিএ-৫-এ এগিয়ে মেয়েরা সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান কারাগারে স্ত্রী কবরে, স্বামী জেলখানায়! গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, জনপ্রিয় অভিনেত্রী নিহত গণমাধ্যমকর্মী আইন নিয়ে সাংবাদিক সংগঠন ও অংশীজনদের মতামত নেওয়া শুরু

কিয়েভে রাতভর রুশ হামলা

অনলাইন ডেস্ক :
রাশিয়া নিয়মিতই ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এক্ষেত্রে প্রায়ই ইরানে নির্মিত স্বল্প খরচের ‘শাহেদ’ ড্রোন ব্যবহার হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো কিয়েভের আকাশ প্রতিরক্ষাবাহিনী প্রতিহত করতে সক্ষম হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানিয়েছে, ২২ ডিসেম্বর রুশ বাহিনী ২৮টি সশস্ত্র শাহেদ ড্রোনের মাধ্যমে কিয়েভে রাতভর হামলা চালিয়েছে। সামরিক উদ্যোগে ২৪টি ‘শাহেদ’ ভূপাতিত হয়েছে।আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে কিয়েভে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন শোনা যায়। বাসিন্দারা জোরালো বিস্ফোরণের শব্দ শুনতে পান। সিটি হলের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়, আকাশ প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। তারা মানুষকে নিরাপদ জায়গায় অবস্থান করার আহ্বান জানায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রেই ইয়েরমাক টেলিগ্রামে বলেন, কিয়েভের একটি আবাসিক ভবনে শাহেদ ড্রোন হামলা চালিয়েছে।

মেয়র ভিতালি ক্লিতশকো নিশ্চিত করেন, নগরের সলোমিয়ানস্কি মহল্লায় (ডিসট্রিক্ট) হামলা হয়েছে। তিনি জানান, (এক ভবনের) ওপরের তলাগুলোতে আগুনের শিখা জ্বলে ওঠে।তিনি জানান, আহত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর একজনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসন সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অ্যাপার্টমেন্ট ভবনের ছবি দিয়েছে, যেগুলোর জানালা উড়ে গেছে। তবে তাদের দাবি, ভূপাতিত ড্রোনের অংশ বিশেষের আঘাতে এ ক্ষতি হামলার কারণে নয়।

ক্লিতশকো জানান, ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে শহরের পূর্ব অংশের দারনিৎস্কি মহল্লার একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামরিক প্রশাসন টেলিগ্রামে জানায়, নগরের দক্ষিণের হলোসিভস্কি মহল্লায় একটি ড্রোন থেকে খসে পড়া অংশ বহুতল ভবনে আঘাত করলেও এতে কেউ হতাহত হয়নি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ফিলিস্তিনকে মুক্ত করতে মুসলিম জাতিসংঘ গঠনের দাবি ইসলামী ঐক্যজোটের
মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ৮
যুক্তরাষ্ট্রে স্নাতক সমাপনী অনুষ্ঠানেও শিক্ষার্থীদের বিক্ষোভ
ভারতে চতুর্থ দফার ভোটও শান্তিপূর্ণ
সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী চপলের দিনভর সভা সমাবেশ অনুষ্ঠিত
গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, জনপ্রিয় অভিনেত্রী নিহত

আরও খবর