মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩.৫৫°সে
সর্বশেষ:
ফিলিস্তিনকে মুক্ত করতে মুসলিম জাতিসংঘ গঠনের দাবি ইসলামী ঐক্যজোটের মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ৮ আদালতে হঠাৎ অসুস্থ বাবুল আক্তার, সাক্ষ্যগ্রহণ পেছাল একই নম্বর পেয়ে যমজ বোন পেল জিপিএ-৫ যুক্তরাষ্ট্রে স্নাতক সমাপনী অনুষ্ঠানেও শিক্ষার্থীদের বিক্ষোভ ভারতে চতুর্থ দফার ভোটও শান্তিপূর্ণ সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী চপলের দিনভর সভা সমাবেশ অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পাশের হার ৮৯.২৬, জিপিএ-৫-এ এগিয়ে মেয়েরা সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান কারাগারে স্ত্রী কবরে, স্বামী জেলখানায়! গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, জনপ্রিয় অভিনেত্রী নিহত গণমাধ্যমকর্মী আইন নিয়ে সাংবাদিক সংগঠন ও অংশীজনদের মতামত নেওয়া শুরু

রংপুর চিড়িয়াখানায় রোমিও-জুলিয়েট

রংপুর প্রতিনিধি:
রংপুর চিড়িয়াখানায় যুক্ত হয়েছে রোমিও-জুলিয়েট নামে বাঘের জুটি। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তাদের ট্রাকে করে লাল কাপড়ে মোড়ানো দুটি খাঁচায় রংপুর চিড়িয়াখানা আনা হয়। বাঘ যুগলকে দেখতে দর্শনার্থীরা ভিড় জমান। এরপর দায়িত্বশীলরা ক্রেন দিয়ে খাঁচাবন্দী বাঘকে চিড়িয়াখানায় বাঘের খাঁচার পেছনের দরজায় নিয়ে যান। খাঁচার দরজা খুলে চিড়িয়াখানার স্থায়ী বাড়িতে প্রবেশ করানো হয় রোমিও জুলিয়েটকে।

এরপর বাঘের খাঁচার সামনে রোমিও জুলিয়েটকে স্বাগত জানিয়ে স্লোগান দিতে থাকে উপস্থিত জনতা। ১৯ সেপ্টেম্বর বাঘ দুটির জন্ম দিন হওয়ায় কেক কেটে তাদের জন্মদিন পালন করা হয়। চিড়িয়াখানার একমাত্র বাঘিনী শাওন বার্ধক্যজনিত কারণে গত বছরের ৪ ফেব্রুয়ারি মারা গেলে বাঘের খাঁচাটি এতদিন শূন্য পড়েছিল। এ নিয়ে ৩২ প্রজাতির ২৫৪টি প্রাণী চিড়িয়াখানায় ঠাঁই পেল।
রংপুর চিড়িয়াখানা সূত্রে জানায়, এ বাঘ যুগল চট্টগ্রাম চিড়িয়াখানায় ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে। তাই রংপুর চিড়িয়াখানায় আনার পর কেক কেটে তাদের জন্মদিন পালন করা হয়। এদিকে দেড় বছরেরও বেশি সময় পর রংপুর চিড়িয়াখানায় বাঘ আসায় আনন্দ প্রকাশ করেন দর্শনার্থীরা।

চিড়িয়াখানায় যে সব প্রাণী রয়েছে সেগুলো হল সিংহ, জলহস্তি ৩টি, ময়ূর ৮টি, হরিণ ৫৯টি, অজগর সাপ দু’টি, ইমু ৩টি,উটপাখি ১টি, বানর ৯টি, কেশওয়ারি ১টি, গাধা ৮টি, ঘোড়া ২টিসহ বিভিন্ন প্রজাতির পাখি উল্লেখযোগ্য। দেশে দুটি সরকারি চিড়িয়াখানের মধ্যে রংপুর একটি। এ সসব প্রাণীগুলোর মধ্যে নিঃসঙ্গ অবস্থায় রয়েছে উটপাখি,হনুমন, কেশওয়ারি। এরা সঙ্গীর অভাবে বংশ বিস্তার করতে পারছে না।

রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডাঃ আম্বার আলী তালুকদার বলেন, আজ তাদের বয়স ২ বছর পূর্ণ হলো। তাই কেক কেটে তাদের জন্মদিন পালন করা হয়েছে। আমরা প্রতি বছর তাদের জন্মদিন পালন করবো। প্রাথমিকভাবে বাঘ দু’টির নাম রাখা হয়েছে রোমিও-জুলিয়েট। রংপুর চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির পশু-পাখি আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ফিলিস্তিনকে মুক্ত করতে মুসলিম জাতিসংঘ গঠনের দাবি ইসলামী ঐক্যজোটের
মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ৮
আদালতে হঠাৎ অসুস্থ বাবুল আক্তার, সাক্ষ্যগ্রহণ পেছাল
একই নম্বর পেয়ে যমজ বোন পেল জিপিএ-৫
যুক্তরাষ্ট্রে স্নাতক সমাপনী অনুষ্ঠানেও শিক্ষার্থীদের বিক্ষোভ
ভারতে চতুর্থ দফার ভোটও শান্তিপূর্ণ

আরও খবর