সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ২১.২৭°সে
সর্বশেষ:
জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশের ৫ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা আত্রাইয়ে তীব্র গরম, দুর্ভোগে শ্রমজীবী মানুষ নানা আয়োজনের বাঙ্গালহালিয়াতে সাংগ্রাঁই জলকেলি উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা সমাবেশের ঘোষণা দিল বিএনপি ইউক্রেন যুদ্ধ বাঁধিয়েছে যুক্তরাষ্ট্র, অভিযোগ রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা তীব্র তাবদাহে শ্রেণি কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করতে চায় চীন: ব্লিঙ্কেন ট্রাম্পের বিচার নিয়ে সুপ্রিমকোর্টে বিভক্তি

রংপুর চিড়িয়াখানায় রোমিও-জুলিয়েট

রংপুর প্রতিনিধি:
রংপুর চিড়িয়াখানায় যুক্ত হয়েছে রোমিও-জুলিয়েট নামে বাঘের জুটি। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তাদের ট্রাকে করে লাল কাপড়ে মোড়ানো দুটি খাঁচায় রংপুর চিড়িয়াখানা আনা হয়। বাঘ যুগলকে দেখতে দর্শনার্থীরা ভিড় জমান। এরপর দায়িত্বশীলরা ক্রেন দিয়ে খাঁচাবন্দী বাঘকে চিড়িয়াখানায় বাঘের খাঁচার পেছনের দরজায় নিয়ে যান। খাঁচার দরজা খুলে চিড়িয়াখানার স্থায়ী বাড়িতে প্রবেশ করানো হয় রোমিও জুলিয়েটকে।

এরপর বাঘের খাঁচার সামনে রোমিও জুলিয়েটকে স্বাগত জানিয়ে স্লোগান দিতে থাকে উপস্থিত জনতা। ১৯ সেপ্টেম্বর বাঘ দুটির জন্ম দিন হওয়ায় কেক কেটে তাদের জন্মদিন পালন করা হয়। চিড়িয়াখানার একমাত্র বাঘিনী শাওন বার্ধক্যজনিত কারণে গত বছরের ৪ ফেব্রুয়ারি মারা গেলে বাঘের খাঁচাটি এতদিন শূন্য পড়েছিল। এ নিয়ে ৩২ প্রজাতির ২৫৪টি প্রাণী চিড়িয়াখানায় ঠাঁই পেল।
রংপুর চিড়িয়াখানা সূত্রে জানায়, এ বাঘ যুগল চট্টগ্রাম চিড়িয়াখানায় ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে। তাই রংপুর চিড়িয়াখানায় আনার পর কেক কেটে তাদের জন্মদিন পালন করা হয়। এদিকে দেড় বছরেরও বেশি সময় পর রংপুর চিড়িয়াখানায় বাঘ আসায় আনন্দ প্রকাশ করেন দর্শনার্থীরা।

চিড়িয়াখানায় যে সব প্রাণী রয়েছে সেগুলো হল সিংহ, জলহস্তি ৩টি, ময়ূর ৮টি, হরিণ ৫৯টি, অজগর সাপ দু’টি, ইমু ৩টি,উটপাখি ১টি, বানর ৯টি, কেশওয়ারি ১টি, গাধা ৮টি, ঘোড়া ২টিসহ বিভিন্ন প্রজাতির পাখি উল্লেখযোগ্য। দেশে দুটি সরকারি চিড়িয়াখানের মধ্যে রংপুর একটি। এ সসব প্রাণীগুলোর মধ্যে নিঃসঙ্গ অবস্থায় রয়েছে উটপাখি,হনুমন, কেশওয়ারি। এরা সঙ্গীর অভাবে বংশ বিস্তার করতে পারছে না।

রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডাঃ আম্বার আলী তালুকদার বলেন, আজ তাদের বয়স ২ বছর পূর্ণ হলো। তাই কেক কেটে তাদের জন্মদিন পালন করা হয়েছে। আমরা প্রতি বছর তাদের জন্মদিন পালন করবো। প্রাথমিকভাবে বাঘ দু’টির নাম রাখা হয়েছে রোমিও-জুলিয়েট। রংপুর চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির পশু-পাখি আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাংলাদেশের ৫ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা
আত্রাইয়ে তীব্র গরম, দুর্ভোগে শ্রমজীবী মানুষ
নানা আয়োজনের বাঙ্গালহালিয়াতে সাংগ্রাঁই জলকেলি উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
সমাবেশের ঘোষণা দিল বিএনপি
ইউক্রেন যুদ্ধ বাঁধিয়েছে যুক্তরাষ্ট্র, অভিযোগ রাশিয়ার

আরও খবর