রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮.৫২°সে
সর্বশেষ:
জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশের ৫ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা আত্রাইয়ে তীব্র গরম, দুর্ভোগে শ্রমজীবী মানুষ নানা আয়োজনের বাঙ্গালহালিয়াতে সাংগ্রাঁই জলকেলি উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা সমাবেশের ঘোষণা দিল বিএনপি ইউক্রেন যুদ্ধ বাঁধিয়েছে যুক্তরাষ্ট্র, অভিযোগ রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা তীব্র তাবদাহে শ্রেণি কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করতে চায় চীন: ব্লিঙ্কেন ট্রাম্পের বিচার নিয়ে সুপ্রিমকোর্টে বিভক্তি

ফিলিস্তিনের ঘরে ঘরে উঁকি মারছে ইসরাইলি ক্যামেরা

অনলাইন ডেস্ক:
ইসরাইলের কঠোর শাসনের শেকলে বন্দি ফিলিস্তিনিদের জীবন। বিশ্ব মোড়লদের প্রশ্রয়ের দোলনায় দুলে দুলে প্রায় ১০০ বছর ধরে ভূস্বামীর ওপরই নিপীড়ন চালাচ্ছে দখলদার রাষ্ট্রটি। ভূমি দখল, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, বছরের পর বছর বিনা অপরাধে কারাগারে আটকে রাখা- ইসরাইলি নির্যাতনের দৈনন্দিন এ চিত্র এখানেই শেষ নেই। ব্যক্তিজীবনেও শান্তি নেই পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরবাসী ফিলিস্তিনিদের। পরাধীনতার খাঁচায় বন্দি ফিলিস্তিনিদের ওপর সর্বক্ষণই চলে নজরদারি। রাস্তাঘাট থেকে রেস্তোরাঁ, অফিসে বা বাইরে সর্বত্রই ক্যামেরা। রীতিমতো ফিলিস্তিনিদের ঘরে ঘরেও উঁকি মারছে ইসরাইলিরা। ফলে নিজ বাড়িতে বসেও কোনো স্বাধীন চলাফেরা করতে পারেন না মা-বোনেরা।

সবচেয়ে বেশি ভুক্তভোগী অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দারা। অঞ্চলটিতে প্রায়ই অঘোষিত অভিযান বা স্থানীয়দের বাড়িতে তল্লাশি চালানো হয়। ২০২০ সাল থেকে ডিজিট্যালি নজরদারির বিষয়টি শুরু করে ইসরাইলিরা। সেই থেকেই জেরুজালেম এবং হেব্রন শহরটি কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা। জেরুজালেম মিউনিসিপ্যালিটির মতে, শহরটিতে ১ হাজার ক্যামেরা লাগানো আছে। গার্ডিয়ান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

ক্যামেরা বন্দি সেখানকার বাসিন্দারা সবসময়ই আতঙ্কে। চলতে-ফিরতে, উঠতে-বসতে যখনই ক্যামেরাগুলোতে বাসিন্দাদের চোখ পড়ে তখনই মনে হয় এটা তাকে টার্গেট করছে। সারা নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, এই ক্যামেরা এমনভাবে বসানো হয়েছে যে, তার পরিবারের প্রত্যেক সদস্যদের শনাক্ত ও নজরদারি করা সম্ভব। সব ক্যামেরা যেন তাদের বাড়িতেই বসানো হয়েছে। সারা বলেন, ‘আমাদের নিজেদের বাড়িকে কখনোই নিজের বাড়ি মনে হয় না। আমাদের সব সময় পুরো শরীর ঢাকা পোশাক পরে থাকতে হয়।’ হেব্রনের আরেক বাসিন্দা আজ্জা। তার কর্মস্থলে এক কাপ চা খেতে খেতে তিনি বলেন, ‘আমি সমুদ্রসৈকতে যেতে চাই, আমি সমুদ্র দেখতে চাই, আমি জলের স্বাদ নিতে চাই। এখানে আমাদের এই স্বাধীনতা নেই।’ অনবরত ক্যামেরায় নজর দিতে সব সময় এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ অনুভব করেন বাসিন্দারা। তারা উদাসীনতা এবং হুমকি অনুভব করেন। এমনকি বাসিন্দারা দাবি করেন, ‘আমাদের গোপন করার মতো কিছুই নেই, আমরা আমাদের গোপনীয়তার অধিকারকে বিসর্জন দিয়েছি।’ ইসরাইলে এসব উন্নতমানের ক্যামেরা সরবরাহ করেছে চীনের হিকভিশন ও ডাচ কোম্পানি টিকেএইচ। শুধু ক্যামেরা বসিয়েই ক্ষ্যান্ত হয়নি ইসরাইল, ক্যামেরার পাশাপাশি ফেস স্ক্যানিংয়েরও ব্যবস্থা করেছে ইসরাইল।

ফিলিস্তিনিদের আইডি চেক না করেই তাদের শনাক্ত করতে পারে সৈন্যরা। নজরদারির এই অ্যাপ্লিকেশনটি ‘উলফ প্যাক’ নামে পরিচিত। এতে প্রতিটি বাসিন্দার তথ্য সংগ্রহ করা হয়। ২০২১ সালে ওয়াশিংটন পোস্ট বিশাল এ তথ্যভান্ডারের খবর প্রকাশ করে। সেই ডেটাবেজে পশ্চিম তীরের ৩০ লাখ বাসিন্দার সবার ছবিসহ সব তথ্য রয়েছে। প্রতিটি প্রোফাইলে ছবি, পারিবারিক ইতিহাস, শিক্ষা এবং নিরাপত্তাবিষয়ক তথ্য থাকে। এমনকি ইসরাইলি সরকার ফিলিস্তিনিদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অবকাঠামোর ওপর নিয়ন্ত্রণ রাখে।

সাশ্রয়ী মূল্যের মানসম্পন্ন ইন্টারনেট অধিকার থেকেও বঞ্চিত ফিলিস্তিনিরা। যুগের সঙ্গে তাল মিলিয়ে তারা আধুনিক ইন্টারনেট সুবিধা ভোগ করলেও ফিলিস্তিনিদের সেই আগের যুগেই ফেলে রাখা হয়েছে। ইসরাইলিরা পঞ্চম প্রজন্মের ইন্টারনেট ব্যবহার করছে। অপরদিকে ফিলিস্তিনিরা এখনো তৃতীয় প্রজন্ম ব্যবহার করছে। এমনকি পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় প্রতিটি ফোনালাপ নিরীক্ষণ করে ইসরাইলিরা। ইসরাইলের এমন সার্বক্ষণিক নজরদারিতে আপত্তি জানিয়েছেন স্বয়ং ইসরাইলি সাবেক সেনা।

বর্তমানে ব্রেকিং দ্য সাইলেন্সের (ইসরাইলি সংস্থা) অ্যাডভোকেসি ডিরেক্টর ওরি গিভাতি (সাবেক সৈনিক) বলেছেন, নজরদারি কার্যক্রম এখন নিয়ন্ত্রণের বাইরে। ‘আমাদের ইসরাইলকে সুরক্ষিত করা, ইসরাইলের প্রতি আমাদের দায়িত্ব-কর্তব্য এবং দখলদারিত্ব সম্প্রসারণের মধ্যে পার্থক্য করতে হবে। দুটোর মধ্যে বিশাল পার্থক্য আছে। বেশি দখল করা মানে ইসরাইলের জন্য আরও নিরাপত্তা নয়। দীর্ঘমেয়াদে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আরও বেশি নজরদারির কোনো কারণ দেখি না।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাংলাদেশের ৫ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
সমাবেশের ঘোষণা দিল বিএনপি
ইউক্রেন যুদ্ধ বাঁধিয়েছে যুক্তরাষ্ট্র, অভিযোগ রাশিয়ার
মস্কো চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা
তীব্র তাবদাহে শ্রেণি কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা

আরও খবর