সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ২১.২৩°সে
সর্বশেষ:
জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশের ৫ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা আত্রাইয়ে তীব্র গরম, দুর্ভোগে শ্রমজীবী মানুষ নানা আয়োজনের বাঙ্গালহালিয়াতে সাংগ্রাঁই জলকেলি উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা সমাবেশের ঘোষণা দিল বিএনপি ইউক্রেন যুদ্ধ বাঁধিয়েছে যুক্তরাষ্ট্র, অভিযোগ রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা তীব্র তাবদাহে শ্রেণি কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করতে চায় চীন: ব্লিঙ্কেন ট্রাম্পের বিচার নিয়ে সুপ্রিমকোর্টে বিভক্তি

প্যাটার্সনে প্রথম বাংলাদেশি স্কুল বোর্ড কমিশনার মোহাম্মদ রশিদ শপথ গ্রহণ

অনলাইন ডেস্ক:
নিউজার্সির প্যাটার্সন সিটির স্কুল বোর্ড কমিশনার হিসেবে শপথ গ্রহণ করেছেন মোহাম্মদ এইচ রশিদ। উত্তর আমেরিকায় ঐতিহ্যবাহী এ নগরে প্রথম বাংলাদেশি হিসেবে এমন পদে অভিষিক্ত হলেন প্রথম একজন বাংলাদেশি। ৪ জানুয়ারি বৃহস্পতিবার প্যাটার্সনের জোসেফ এ ট্যাব স্কুলের মিলনায়তনে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সিটি মেয়র মেয়র আন্দ্রে সায়েগ।

মেয়র মেয়র আন্দ্রে সায়েগ শপথ অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে বলেছেন,প্রথম বাংলাদেশি হিসেবে মোহাম্মদ রশিদ এরমধ্যেই ইতিহাস সৃষ্টি করেছেন। গত নির্বাচনে সম্মানজনক ভোটে নির্বাচিত হয়েছে স্কুল বোর্ড কমিশনার মোহাম্মদ রশিদ। তিন বছর মেয়াদের এ সম্মানজনক পদে এই প্রথম কোনো বাংলাদেশির অভিষেক হলো।

এদিকে শপথ অনুষ্ঠানের পর দেয়া এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ রশিদ বলেছেন, স্কুল বোর্ড কমিশনার হিসেবে নিজের সর্বোচ্চ প্রয়াস দিয়ে ব্যতিক্রম আনার চেষ্টা করবেন। একজন বাংলাদেশি হিসেবে তাঁর এ অর্জন অভিযাত্রার জন্য তিনি স্বদেশি কমিউনিটির কাছে কৃতজ্ঞ বলে জানালেন। বাংলাদেশি হিসেবে সুনাম অক্ষুণ্ন রেখে কাজ করে যাবেন বলে মোহাম্মদ রশিদ তাঁর প্রতিক্রিয়ায় উল্লেখ করেন। শপথ অনুষ্ঠানে মোহাম্মদ রশিদের স্ত্রী, কন্যা, নিকাটাত্মীয়সহ কমিউনিটির বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশের নোয়াখালীতে জন্ম নেয়া মোহাম্মদ রশিদ বেঁড়ে উঠেছেন চট্টগ্রাম নগরে। প্রায় তিন দশক থেকে এ আমেরিকা অভিবাসী স্ত্রী ও দুই কন্যাসহ প্যাটার্সনে বসবাস করে আসছেন। মোহাম্মদ রশিদের শপথ অনুষ্ঠানে তাঁর স্ত্রী সাহনাজ রশিদ, মেয়ে রেহনুমা রশিদ এবং নাজিফা রশিদ, ফোবানার সাবেক সভাপতি মীর চৌধুরী, প্রথম আলো উত্তর আমেরিকা সম্পাদক ইব্রাহীম চৌধুরী, প্যাটার্সন সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট শাহিন খালিক, কমিউনিটি নেতা হারুন চৌধুরী, আবু চৌধুরী, জয়নাল আবেদীনসহ সিটি কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধিগণ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাংলাদেশের ৫ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
সমাবেশের ঘোষণা দিল বিএনপি
ইউক্রেন যুদ্ধ বাঁধিয়েছে যুক্তরাষ্ট্র, অভিযোগ রাশিয়ার
মস্কো চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা
তীব্র তাবদাহে শ্রেণি কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা

আরও খবর