রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪.৭২°সে
সর্বশেষ:
আত্রাইয়ে তীব্র গরম, দুর্ভোগে শ্রমজীবী মানুষ নানা আয়োজনের বাঙ্গালহালিয়াতে সাংগ্রাঁই জলকেলি উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা সমাবেশের ঘোষণা দিল বিএনপি ইউক্রেন যুদ্ধ বাঁধিয়েছে যুক্তরাষ্ট্র, অভিযোগ রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা তীব্র তাবদাহে শ্রেণি কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করতে চায় চীন: ব্লিঙ্কেন ট্রাম্পের বিচার নিয়ে সুপ্রিমকোর্টে বিভক্তি গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ফ্রান্সের বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী তীব্র তাপপ্রবাহে ত্রাহি জনজীবন, বৃষ্টির আশায় বিশেষ দোয়া

দ্বাদশ সংসদ নির্বাচনকে যা বলছে চরমোনাই পিরের দল

অনলাইন ডেস্ক:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তামাশার, পাতানো ও একতরফা উল্লেখ করে নির্বাচনি তফশিল বাতিলের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। চব্বিশের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ভোটকে জাতীয় নির্বাচন নয় বলে আখ্যা দিয়েছে দলটি। তারা বলছে, এই নির্বাচন আওয়ামী লীগের কাউন্সিল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধের দাবিতে শুক্রবার জুমার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন দলটির নেতারা।

ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এ সময় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তামাশার নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। জনগণের টাকায় এই নির্বাচন হতে দেওয়া হবে না।’

এ সময় আরও বক্তব্য দেন দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম, মাওলানা আরিফুল ইসলাম, অধ্যাপক নাসির উদ্দিন খান, ডা. মুহাম্মদ শহীদুল ইসলাম, অ্যাডভোকেট মুহাম্মদ মশিউর রহমান, ছাত্রনেতা শরিফুল ইসলাম রিয়াদ, সেক্রেটারি ডা. শহীদুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ, মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মুফতি হাফিজুল হক ফাইয়াজ, ইউসুফ পিয়াস, মাইদুল হাসান সিয়াম প্রমুখ।

নেতারা বলেন, ‘নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক পদে দলীয় লোক বসিয়ে একপাক্ষিক নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না। নির্বাচন বন্ধে ২৬ ডিসেম্বর সারা দেশের জেলা প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হবে।’

তাদের দাবি না মানলে চরমোনাই পির কঠোর আন্দোলনের ঘোষণা দেবেন বলে জানান ইসলামী আন্দোলনের মহাসচিব। সভা শেষে রাস্তায় মিছিল বের করতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। পরে মিছিল না করেই ফেরত যান দলটির নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আত্রাইয়ে তীব্র গরম, দুর্ভোগে শ্রমজীবী মানুষ
নানা আয়োজনের বাঙ্গালহালিয়াতে সাংগ্রাঁই জলকেলি উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
সমাবেশের ঘোষণা দিল বিএনপি
ইউক্রেন যুদ্ধ বাঁধিয়েছে যুক্তরাষ্ট্র, অভিযোগ রাশিয়ার
মস্কো চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা

আরও খবর