মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩.৩°সে
সর্বশেষ:
যুদ্ধবিরতিতে রাজি হামাস, দিয়েছে যেসব শর্তে ইসরাইলে অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে মালয়েশিয়া ছাড়তে বললেন মাহাথির ফের রাফায় স্থল অভিযান ইসরাইলের, নেতানিয়াহুকে কঠোর হুশিয়ারি বাইডেনের নিজের গোপন কীর্তি ফাঁস করলেন কাজল যুক্তরাষ্ট্রে দমনপীড়নেও অনড় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভারতের লোকসভা নির্বাচন: তৃতীয় দফায় ভোট ৯৩ কেন্দ্রে ইসরাইলে গোলাবারুদের চালান থামাল যুক্তরাষ্ট্র শনিবার স্কুল খোলা রাখায় শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা ইউনিসেফের শুভেচ্ছা দূত হলেন কারিনা ১৬ হাজার ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার হজ ভিসায় সৌদি আরবের নতুন নিয়ম মোটরযানের কাগজপত্র হালনাগাদ নিয়ে সুখবর দিলো বিআরটিএ

কারচুপির চেষ্টা হলেই বন্ধ হবে কেন্দ্রের ভোট : সিইসি

অনলাইন ডেস্ক:
সিইসি বলেন, এবার একটা ভোটও কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্রের ভোটদান বন্ধ হবে।আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ভোট কারচুপির বিষয়ে হুঁশিয়ার করে দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, একটা ভোট কারচুপির চেষ্টা হলেও কেন্দ্রে ভোটদান তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হবে।

ব‌রিশাল জেলা প্রশাসক (ডিসি) কার্যাল‌য়ের সভাক‌ক্ষে শ‌নিবার সকা‌লে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

সিইসি বলেন, এবার একটা ভোটও কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্রের ভোটদান বন্ধ হবে।

সভায় সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ভোট করতে বিদেশিরা তৎপর রয়েছে জানিয়ে প্রার্থীদের সহযোগিতা চান সিইসি। ওই সময় সং‌শ্লিষ্ট‌দের কঠোরভাবে আচরণবিধি মেনে চলা নিশ্চিত করার নির্দেশও দেন সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রধান।

সভার শুরু‌তে সিইসি ভোটের মাঠে অনিয়ম করতেই হবে, এমন বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহ্বান জানান।

তি‌নি ব‌লেন, ‘রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারে না। কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়। প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন ফলাফল।

‘সিস্টেমের ওপর আস্থা রাখতে হবে; ভোটারদের ভোট দিতে হবে।’

তি‌নি ব‌লেন, ‘নানা কারণে এবার ভোট নিয়ে বিতর্ক হয়েছে। বিভিন্ন দেশ কথা বলেছে আমাদের দেশ নিয়ে। ‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট করার দাবি আছে বিদেশিদের। প্রার্থীদের সহায়তায় এবার জাতীয় নির্বাচন সফল করতে চাই।’

ওই সময় নির্বাচন ক‌মিশ‌ন সচিব মোহাম্মদ জাহাংগীর আলম, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবিরসহ প্রশাস‌নের জ্যেষ্ঠ কর্মকর্তা ও প্রার্থীরা উপ‌স্থিতি‌ ছি‌লেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

যুদ্ধবিরতিতে রাজি হামাস, দিয়েছে যেসব শর্তে
ইসরাইলে অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে মালয়েশিয়া ছাড়তে বললেন মাহাথির
ফের রাফায় স্থল অভিযান ইসরাইলের, নেতানিয়াহুকে কঠোর হুশিয়ারি বাইডেনের
নিজের গোপন কীর্তি ফাঁস করলেন কাজল
যুক্তরাষ্ট্রে দমনপীড়নেও অনড় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
ইসরাইলে গোলাবারুদের চালান থামাল যুক্তরাষ্ট্র

আরও খবর