মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১.৪৫°সে
সর্বশেষ:
যুক্তরাষ্ট্রে দমনপীড়নেও অনড় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভারতের লোকসভা নির্বাচন: তৃতীয় দফায় ভোট ৯৩ কেন্দ্রে ইসরাইলে গোলাবারুদের চালান থামাল যুক্তরাষ্ট্র শনিবার স্কুল খোলা রাখায় শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা ইউনিসেফের শুভেচ্ছা দূত হলেন কারিনা ১৬ হাজার ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার হজ ভিসায় সৌদি আরবের নতুন নিয়ম মোটরযানের কাগজপত্র হালনাগাদ নিয়ে সুখবর দিলো বিআরটিএ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজ বাড়ির রান্নাঘরে বাংলাদেশি উইন রোজারিও হত্যার ভিডিও প্রকাশ বাস কন্ডাক্টর থেকে জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান! ভারতে কী করছেন সালাহউদ্দিন আহমেদ

ইউক্রেনে তীব্র হামলা চালাচ্ছে রাশিয়া, নিহত ৬

ইউক্রেনে তীব্র হামলা চালাচ্ছে রাশিয়া, নিহত ৬

অনলাইন ডেস্ক
ইউক্রেনে তীব্র হামলা চালাচ্ছে রাশিয়া। রাশিয়ার হামলা মোকাবেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। সে দেশের বিমানবাহিনী একাধিক অঞ্চলের ওপর রাশিয়ার প্রায় ২০টি ড্রোন হামলা প্রতিহত করেছে।

মঙ্গলবার ইউক্রেনীয় বাহিনীর কমান্ডার মিকোলা ওলেশচুক এই দাবি করেছেন। রাশিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করেছে। তবে সেই হামলাও বানচাল করা সম্ভব হয়েছে কিনা, তিনি সে বিষয়ে মন্তব্য করেননি। খবর রয়টার্সের

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাশিয়ার হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশেপাশেও উত্তেজনা বজায় রয়েছে। এর আগে কেন্দ্রের উপর দুটি ড্রোন হামলা নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছিল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সেই এলাকার নিরাপত্তা বজায় রাখার গুরুত্ব আবার তুলে ধরেছে।

ইউক্রেনও রাশিয়ার ওপর হামলা চালিয়ে যাচ্ছে। তবে রাশিয়া কৃষ্ণসাগরে জাহাজ-বিধ্বংসী নেপচুন মিসাইল ধ্বংস করেছে বলে দাবি করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তের কাছে বেলগোরোদ ও ভোরোনেজ অঞ্চলে ইউক্রেনের চারটি ড্রোন হামলাও বানচাল করা হয়েছে।

এদিকে মার্কিন সংসদের নিম্ন কক্ষে ইউক্রেনের জন্য ৬০০ কোটি ডলারের সামরিক সহায়তার প্যাকেজ অনুমোদনের জন্য চাপ বাড়ছে। উচ্চ কক্ষের অনুমোদন সত্ত্বেও রিপাবলিকান দলের একাংশ যেভাবে ৯৫০ কোটি ডলার অংকের বৈদেশিক সাহায্যের প্রস্তাবের বিরোধিতা করে চলেছে, তা নিয়ে ওয়াশিংটনে জোরালো বিবাদ চলছে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুগামীরা স্পিকার মাইক জনসনের ওপর বিলটি ভোটাভুটির জন্য পেশ না করতে চাপ বজায় রেখেছেন। তবে এবার ট্রাম্পের আমলের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রিপাবলিকান দলের একাধিক নেতার সঙ্গে ইউক্রেনের জন্য সহায়তা প্রস্তাব অনুমোদনের ডাক দিয়েছেন। এক খোলা চিঠিতে তারা নিজেদের অবস্থান তুলে ধরেন। জনসন অবশ্য এখনো সেই প্রস্তাব নিয়ে অগ্রসর হওয়ার কোনো ইঙ্গিত দেননি।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ট্রাম্প এক অন্তরঙ্গ আলাপে ইউক্রেন সংকটের সমাধানসূত্র তুলে ধরেছেন। ক্ষমতায় ফিরলে তিনি নাকি ইউক্রেনকে কিছু ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দেওয়ার জন্য চাপ দেবেন। ইউক্রেনের জন্য সামরিক সহায়তাও কার্যত বন্ধ করে দিতে চান ট্রাম্প।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে দমনপীড়নেও অনড় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
ভারতের লোকসভা নির্বাচন: তৃতীয় দফায় ভোট ৯৩ কেন্দ্রে
ইসরাইলে গোলাবারুদের চালান থামাল যুক্তরাষ্ট্র
শনিবার স্কুল খোলা রাখায় শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
১৬ হাজার ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার
হজ ভিসায় সৌদি আরবের নতুন নিয়ম

আরও খবর