শনিবার, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৮.৫৯°সে
সর্বশেষ:

ইউক্রেনের আরেক বাঁধে হামলা, অস্বীকার রাশিয়ার

অনলাইন ডেস্ক:
বৃহত্তর কখোভকা বাঁধ ধ্বংসের পর এবার রুশদের বিরুদ্ধে আরেকটি বাঁধ ধ্বংস করার অভিযোগ তুলেছে ইউক্রেন। পশ্চিম ডোনেটস্কের মোকরি ইয়ারি নদীর ধারে ছোট বাঁধটি উড়িয়ে দেওয়া হয়েছে বলে জানায় কিয়েভ।

কখোভকা বাঁধ ধ্বংসের ছয়দিন পর ঘটনাটি ঘটে। ইউক্রেনের পালটা আক্রমণ বিলম্বিত করার প্রচেষ্টার অংশ হিসাবে এ অভিযোগ উঠে আসে।

আবারও এ অভিযোগ অস্বীকার করে রুশরা। উভয় পক্ষই একে অপরকে ধ্বংসের জন্য দায়ী করছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র ভ্যালেরি শেরশেন বলেন, মোকরি ইয়ারি বরাবর উজানের বাঁধটি দখলদার বাহিনী উড়িয়ে দিয়েছে। যার ফলে উভয় তীরে বন্যা হয়েছে। ইউক্রেনস্কা প্রাভদা সংবাদ সংস্থাকে এ কথা জানান।

আরও জানায়, ‘ইউক্রেনের পালটা আক্রমণকে ধীর করতেই বাঁধটি উড়িয়ে দেয় রুশরা।’ তবে তিনি দাবি করেন তারা এই প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে। শেরশেন যোগ করেন, প্রথমে দখলকারীরা কার্লিভকা জলাধার, তারপর কখোভকা বাঁধ, তারপরে তারা জাপোরিঝঝিয়া ওব্লাস্টের অধিকৃত অংশে অন্যান্য জলবিদ্যুৎ সুবিধা উড়িয়ে দেয়।

ইউক্রেনীয় পালটা আক্রমণ অব্যাহত থাকায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর মোকরি ইয়ারি নদীর উভয় তীরে বিশেষ অগ্রগতি অবহ্যাত করতেই এ নদীর জলবিদ্যুৎ সুবিধা উড়িয়ে দেয় রুশরা। তবে এখন অবধী বাঁধ ধ্বংসের স্বতন্ত্র যাচাই করা হয়নি। এ বাঁধ ধ্বংসে প্রতিরক্ষা বাহিনীর অগ্রগতিতেও কোনো প্রভাব ফেলেনি বলে জানা যায়।

যদিও কখোভকা বাঁধ ও মোকরি ইয়ারি ধ্বংসের জন্য কে দায়ী তা এখনো অস্পষ্ট। তবে ভবিষ্যতে বাঁধ হামলার পেছনে রুশদের হাত প্রমাণিত হলে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এগুলোকে যুদ্ধাপরাধ হিসাবে বিবেচনা করবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হামলায় ভয়ে রাফাহ ছাড়ল ৮০ হাজার ফিলিস্তিনি
পশ্চিমা নিষেধাজ্ঞায় থেমে নেই রাশিয়া
গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরাইলের
চীনের হাসপাতালে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ১০ জনের মৃত্যু
যুদ্ধবিরতিতে রাজি হামাস, দিয়েছে যেসব শর্তে
ইসরাইলে অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে মালয়েশিয়া ছাড়তে বললেন মাহাথির

আরও খবর