বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৬.১৩°সে
সর্বশেষ:
সৌদি আরব গেছেন প্রায় ২২ হাজার,এখনো ভিসা হয়নি ৬ হাজার হজযাত্রীর গুলিবিদ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী পদ্মায় পানি শুকিয়ে ধু-ধু বালুচর, মহানন্দার বুকে চলছে চাষাবাদ গাইবান্ধায় চার দিনব্যাপি উদ্যোক্তা মেলার উদ্বোধন কান চলচ্চিত্র উৎসবে নজর কাড়লেন ভাবনা গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেল স্কুলছাত্র নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি জহুরুল তদন্ত ওসি লুৎফর নিউইয়র্কে বাংলাদেশি খুনের ঘটনায় ন্যায়বিচার নিয়ে সংশয়ে পরিবার দিল্লির ৪ হাসপাতালে বোমা হামলার হুমকি ডলার সংকটের কারণে বাংলাদেশে বিনিয়োগের লভ্যাংশ নিতে পারছে না যুক্তরাষ্ট্র সুশীল সমাজের সঙ্গে বৈঠক, কী বার্তা দিলেন ডোনাল্ড লু ২৩ নাবিক নিয়ে ফিরল এমভি আবদুল্লাহ,ফুলেল শুভেচ্ছায় নাবিকদের বরণ।।ঈদের আনন্দ নাবিক পরিবারে

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ’র গুলিতে গরু ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্ত এলাকার ভারতীয় অংশে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী রবিউল ইসলাম (৪২) নিহত হয়েছেন। সে পরীপুরকুল্লা গ্রামের যুগিরপাড়ার মৃত রহমতউল্লার ছেলে। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানতে পারে এলাকাবাসী। ভারতের মহাখোলা বিএসএফ ক্যাম্প এলাকার ৯১-৯২ নং পিলারের অদূরে এ ঘটনা ঘটে।

কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মাহাবুর রহমান জানান, বুধবার রাতে রবিউল ইসলাম সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যায়। রাতের কোনো এক সময় বিএসএফ’র গুলিতে নিহত হন তিনি। বৃহস্পতিবার ভোরের দিকে ভারতের মহাখোলা বিএসএফ ক্যাম্প এলাকার ৯১-৯২ নং পিলারের মাঝামাঝি বিলমাঠ এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
গ্রামবাসী জানায়, সকালে মহাখোলা বিএসএফ সদস্যরা মহদেহটি ক্যাম্পে নিয়ে যায়।
কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম জানান, নিহতের মরদেহ হস্তান্তরের জন্য বিজিবির পক্ষে বিএসএফকে আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক সাঈদ মো. জাহিদুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইলফোন রিসিভ করেননি। তবে একটি অসমর্থিত সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে বিজিবি বিএসএফকে পত্র দিয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান (৫০) নামে আরও এক বাংলাদেশি নিহত হন। সাত দিন পর তার মরদেহ ফেরত দেয় বিএসএফ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সৌদি আরব গেছেন প্রায় ২২ হাজার,এখনো ভিসা হয়নি ৬ হাজার হজযাত্রীর
পদ্মায় পানি শুকিয়ে ধু-ধু বালুচর, মহানন্দার বুকে চলছে চাষাবাদ
গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেল স্কুলছাত্র
নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি জহুরুল তদন্ত ওসি লুৎফর
ডলার সংকটের কারণে বাংলাদেশে বিনিয়োগের লভ্যাংশ নিতে পারছে না যুক্তরাষ্ট্র
সুশীল সমাজের সঙ্গে বৈঠক, কী বার্তা দিলেন ডোনাল্ড লু

আরও খবর