বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪.৮৩°সে
সর্বশেষ:
সৌদি আরব গেছেন প্রায় ২২ হাজার,এখনো ভিসা হয়নি ৬ হাজার হজযাত্রীর গুলিবিদ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী পদ্মায় পানি শুকিয়ে ধু-ধু বালুচর, মহানন্দার বুকে চলছে চাষাবাদ গাইবান্ধায় চার দিনব্যাপি উদ্যোক্তা মেলার উদ্বোধন কান চলচ্চিত্র উৎসবে নজর কাড়লেন ভাবনা গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেল স্কুলছাত্র নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি জহুরুল তদন্ত ওসি লুৎফর নিউইয়র্কে বাংলাদেশি খুনের ঘটনায় ন্যায়বিচার নিয়ে সংশয়ে পরিবার দিল্লির ৪ হাসপাতালে বোমা হামলার হুমকি ডলার সংকটের কারণে বাংলাদেশে বিনিয়োগের লভ্যাংশ নিতে পারছে না যুক্তরাষ্ট্র সুশীল সমাজের সঙ্গে বৈঠক, কী বার্তা দিলেন ডোনাল্ড লু ২৩ নাবিক নিয়ে ফিরল এমভি আবদুল্লাহ,ফুলেল শুভেচ্ছায় নাবিকদের বরণ।।ঈদের আনন্দ নাবিক পরিবারে

কুড়িগ্রামে ৯ বিদ্যালয় নদীগর্ভে,গৃহহীন হচ্ছে শত শত পরিবার

কুড়িগ্রাম প্রতিনিধি
বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে কুড়িগ্রামে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ফলে প্রতিদিন গৃহহীন হয়ে পড়ছেন শত শত পরিবার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থাপনা ও ঘরবাড়ী নদীগর্ভে বিলীন হচ্ছে। প্রতিবছর নদনদীর পানি কমার সাথে সাথে এ জেলায় নদী ভাঙনের শিকার হন অনেক পরিবার।

নদী ভাঙনের শিকার আমজাদ, জাহানারা, ইসহাকসহ অনেকে বলেন, নদী তাদের বসতবাড়ি সব কিছু কেড়ে নিয়ে নিঃস্ব করেছে। আর প্রশাসন ১০ কেজি করে চাল দিয়ে যায়। তারা আর ত্রাণ চান না, চান নদী ভাঙন থেকে রক্ষা পেতে।

চিলমারী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, যে হারে ব্রহ্মপুত্র নদ ভাঙছে এর প্রতিরোধ না হলে চিলমারী ইউনিয়নের পুরো এলাকাসহ সরকারী স্কুল, আশ্রয়ণ কেন্দ্র নদী গর্ভে চলে যাবে।

অপরদিকে, তিস্তা নদীর প্রবল ভাঙনে ঝুঁকিতে পড়েছে জেলার রাজারহাট উপজেলার চর খিতাবখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ নানা স্থাপনা। চলতি বছরেই ধরলা ও ব্রহ্মপুত্রের ভাঙনে ৯টি স্কুল নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরো ১০টি। ফলে এসব স্কুলে পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কমে যাচ্ছে শিক্ষার্থী। ঝরে পড়া শিক্ষার্থীর হার বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুম শুরুর আগেই গত এপ্রিল মাসেই জেলার তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের বিভিন্ন পয়েন্টে শুরু হয় নদী ভাঙন। অব্যাহত ভাঙনে ঘরবাড়ি ও ফসলি জমি বিলীন হওয়ার পাশাপাশি নদীগর্ভে চলে গেছে ৮টি প্রাথমিক বিদ্যালয় এবং ১টি স্কুল অ্যান্ড কলেজ। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়াশুনা ব্যাঘাত ঘটছে। যদিও শিক্ষা বিভাগ বিকল্প পদ্ধতিতে পড়াশোনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। সদর উপজেলার ঝুনকার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হওয়ার পর কাছাকাছি চালাঘর তুলে অস্থায়ীভাবে পাঠদান কার্যক্রম চলতে থাকে।

চিলমারী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এ কে এম জাকির হোসেন জানান, দফায় দফায় বন্যা হলেও নদী ভাঙনে বিলীন তিনটি স্কুল অস্থায়ীভাবে নির্মাণ করে এসব শিক্ষার্থীর অর্ধবার্ষিক পরীক্ষা নেয়া হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার জানান, যেসব স্কুল নদী ভাঙনে বিলীন হয়েছে, সেখানে স্থানীয় লোকজনের সহযোগিতায় অস্থায়ীভাবে চালাঘর তুলে পাঠদান অব্যাহত রাখার নির্দেশনা দেয়া হয়েছে। পরবর্তীতে যখন বরাদ্দ আসবে তখন পুণঃনির্মাণ করা হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, বর্তমানে ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা নদীতে নদী ভাঙন চলছে। এখন প্রায় ৩০টি পয়েন্টে নদী ভাঙন চললেও আমরা বালুর বস্তা ফেলানো ও জিও ব্যাগ দিয়ে তা প্রতিরোধে চেষ্টা করছি। এছাড়াও নদী ভাঙনের ঝুঁকিতে পড়ায় কয়েকটি স্কুল এরই মধ্যে সরিয়ে নেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সৌদি আরব গেছেন প্রায় ২২ হাজার,এখনো ভিসা হয়নি ৬ হাজার হজযাত্রীর
গুলিবিদ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী
পদ্মায় পানি শুকিয়ে ধু-ধু বালুচর, মহানন্দার বুকে চলছে চাষাবাদ
কান চলচ্চিত্র উৎসবে নজর কাড়লেন ভাবনা
গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেল স্কুলছাত্র
নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি জহুরুল তদন্ত ওসি লুৎফর

আরও খবর