সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫.৮৯°সে
সর্বশেষ:
তাপদাহে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস পরিচালনায় নতুন নির্দেশনা রাইসিকে বহনকারী হেলিকপ্টারে কোনো আরোহী বেঁচে নেই রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি তৃতীয় বারের মত প্যাটারসন সিটির কাউন্সিলম্যান নির্বাচিত শাহীন খালিক সিলেট-কক্সবাজার রুটে নতুন ট্রেন সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন সন্ধান মেলেনি হেলিকপ্টারের, ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর শঙ্কা হেলিকপ্টার ‌‘দুর্ঘটনা’র পর খোঁজ পাওয়া যাচ্ছে না ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে কোটিপতি প্রার্থীর সংখ্যা তিন গুণ : টিআইবি আবারো পেছালো রূপপুর পরমাণু কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন মলদোভায় জীবন্ত অবস্থায় বৃদ্ধকে কবর, চারদিন পর উদ্ধার ইসরাইলে বিস্ফোরক পাঠাচ্ছে ভারত! অস্ত্র বোঝাই জাহাজ আটকাল স্পেন অটোরিকশা বন্ধের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে সড়কে চালকরা

আলেমগণকে ‘ধর্মব্যবসায়ী’ গালি, যে মন্তব্য করলেন আহমাদুল্লাহ

অনলাইন ডেস্ক:
শায়খ আহমাদুল্লাহ— বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব। সুবিদিত ও বিদগ্ধ আলোচক। লেখালেখি, গবেষণা-আলোচনা, সভা-সেমিনারে লেকচার, নানামুখি দাওয়াতি কার্যক্রম পরিচালনা, উন্মুক্ত ইসলামিক প্রোগ্রাম ও প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে অংশ গ্রহণ এবং টিভি অনুষ্ঠানে সময় দেওয়াসহ বহুমুখী সেবামূলক কাজে সপ্রতিভ গুণী ও স্বনামধন্য এই আলেমেদ্বীন।

দেশে-বিদেশে শিক্ষা, সেবা ও দাওয়াহ— ছড়িয়ে দিতে শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠা করেছেন ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’। এবার শায়খ আহমাদুল্লাহ মন্তব্য করেছেন ধর্মব্যবসায়ী শব্দের ব্যবহার নিয়ে। বুধবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দেন তিনি।
আহমাদুল্লাহ লিখেন, ‘এদেশের জনপরিচিত আলেমগণ—হোন তিনি আলোচক, খতীব, শিক্ষাবিদ, রাজনীতিবিদ কিংবা লেখক—কাজের জায়গা ইসলাম হওয়ার কারণে এক শ্রেণির মানুষ তাদেরকে ধর্মব্যবসায়ী বলে গালি দেয়। আমরা বলছি না এদেশে কোনো ধর্মব্যবসায়ী নেই। কিন্তু সকল আলেমকে ধর্মব্যবসায়ী বলাটা দিনশেষে তাদের ইসলামবিদ্বেষের বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয়।

তিনি আরও লিখেন, প্রতিটি ধর্ম একটি ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে। কে ধর্মব্যবসায়ী আর কে ধর্মব্যবাসায়ী নয়, তা ঠিক করে দেয়ার অধিকার তিনিই রাখেন, যিনি ওই ধর্ম সম্পর্কে বিশদ জানেন।

দুঃখজনক ব্যাপার হলো, ইসলাম সম্পর্কে আকাট মূর্খদের মুখ থেকেই এদেশের প্রাজ্ঞ আলেমগণকে ধর্মব্যবসায়ী গালি শুনতে হয়। আবার এরাই বিজ্ঞান বিষয়ে আনাড়িদের মুখে বিজ্ঞানবিষয়ক লেকচার শুনে হাসাহাসি করে।

এদের ভেতরে যে কতটা ঘৃণা, দ্বিচারিতা, উগ্রতা এবং সাম্প্রদায়িকতা বসবাস করে, বিভিন্ন ইস্যু এসে তা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। এদের অনেকে রাসুলের সা. মহানুভবতার গল্প বলে আবার রাসুলের বাণী ও আদর্শের প্রচার করলে সেটাকে বলে মোল্লাতন্ত্র।’

এই ধরনের মানুষের কপটতা দেখে আবু জেহেলদের কথা মনে পড়ে যায়- উল্লেখ করে শায়খ আহমাদুল্লাহ বলেন, আবু জেহেল ও তার দোসররা পূর্বে গত হওয়া নবী-রাসুলদের মানত, কিন্তু তাদের সময়ের নবী অর্থাৎ মুহাম্মাদ সা.-কে মানত না।

তার কারণ, তারা বুঝেছিল, মুহাম্মাদ সা. এর দীন মানতে গেলে প্রবৃত্তি ও ব্যক্তিস্বার্থ বিসর্জন দিতে হয়। যেটা পূর্বের নবী রাসুলদেরকে ভালোবাসতে গেলে হয় না।

বর্তমান সময়ের তথাকথিত মুক্তমনাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। মুহাম্মাদ সা. মানবিক মানুষ ছিলেন। দূর থেকে, খণ্ডিতভাবে এমন মহানুভব মানুষের প্রতি ভক্তি-ভালোবাসা রাখাই যায়।

কিন্তু তার ওয়ারিশদের অনুসরণ করা যায় না। কারণ, তাতে প্রবৃত্তির চাহিদা মতো জীবন পরিচালনা করা যায় না। ফলে তারা অতীতে গত হওয়া নবী মুহাম্মাদকে সা. মানলেও বর্তমানের নবীর ওয়ারিশদেরকে ধর্মব্যবসায়ী বলে গালি দিতে কুণ্ঠিত হয় না।’

চরিত্রগতভাবে আবু জেহেল এবং এইসব মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই মন্তব্য করে বিশিষ্ট এই ইসলামি আলোচক সতর্ক করে বলেন, তাদের দ্বিচারিতার ব্যাপারে দীনদার তরুণ সমাজেকে সজাগ থাকতে হবে এবং এদের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক লড়াই চালিয়ে যেতে হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

তাপদাহে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস পরিচালনায় নতুন নির্দেশনা
রাইসিকে বহনকারী হেলিকপ্টারে কোনো আরোহী বেঁচে নেই
রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি
সিলেট-কক্সবাজার রুটে নতুন ট্রেন সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন
সন্ধান মেলেনি হেলিকপ্টারের, ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর শঙ্কা
হেলিকপ্টার ‌‘দুর্ঘটনা’র পর খোঁজ পাওয়া যাচ্ছে না ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর

আরও খবর