বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫.৩৬°সে
সর্বশেষ:
হজ যাত্রী নিয়ে উড়াল দিতেই বিমানের ইঞ্জিনে আগুন রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন পুতিন গাজীপুরে আগুনে পুড়ল ৩ কলোনির শতাধিক বসতঘর-দোকান গাজায় হামাসের হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত সৌদি আরব গেছেন প্রায় ২২ হাজার,এখনো ভিসা হয়নি ৬ হাজার হজযাত্রীর গুলিবিদ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী পদ্মায় পানি শুকিয়ে ধু-ধু বালুচর, মহানন্দার বুকে চলছে চাষাবাদ গাইবান্ধায় চার দিনব্যাপি উদ্যোক্তা মেলার উদ্বোধন কান চলচ্চিত্র উৎসবে নজর কাড়লেন ভাবনা গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেল স্কুলছাত্র নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি জহুরুল তদন্ত ওসি লুৎফর নিউইয়র্কে বাংলাদেশি খুনের ঘটনায় ন্যায়বিচার নিয়ে সংশয়ে পরিবার

ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড, যা বললেন হিরো আলম

বগুড়া প্রতিনিধি:
আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড করেছে উগান্ডা সাইবার টিম। বর্তমানে কলকাতায় অবস্থানকারী হিরো আলম রোববার বিকালে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে বলেন, তিনি দুটি ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। ঢাকায় ফিরে ডিবিতে অভিযোগ দেবেন।

শনিবার গভীর রাতে পেজটি হ্যাক করার পর সেখানে অশ্লীল ছবি পোস্ট ও বিভিন্ন কথা শেয়ার দেওয়া হয়। লেখা হয়েছে- উগান্ডা সাইবার টিম পেজটি হ্যাক করেছে।

হিরো আলম বলেন, শনিবার রাত আড়াইটার পর তার ভেরিফায়েড ফেসবুক পেজটি (Hero Alom) হ্যাক করা হয়েছে। উগান্ডা সাইবার টিম পেজটি হ্যাক করে। এরপর প্রোফাইল ছবি পরিবর্তন করে সেখানে কাশ্মীরের সাবেক স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানীর ছবি দেওয়া হয়েছে। কভার পেজে অশ্লীল ছবি দিয়েছে। যদিও ফেসবুক কর্তৃপক্ষ ওইসব ছবি সরিয়ে নিয়েছে।

তিনি বলেন, যেসব মানুষ আমার ক্ষতি করতে চায়; তারাই এসব করেছে। এর আগেও আমার ফেসবুক হ্যাক করা হয়েছিল। তবে কেউ আমাকে দমিয়ে রাখতে পারবে না।

হিরো আলম বলেন, দুটি ছবির কাজে কলকাতায় আছেন। পেজটি ফিরে পেতে ডিএমপির ডিবি পুলিশকে অবহিত করা হয়েছে। এছাড়া আমার লোকজনও এ ব্যাপারে কাজ করছে। ঢাকায় ফিরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বগুড়া সদরের এরুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি কয়েকবার এরুলিয়া ইউনিয়নের নির্বাচনে সদস্য পদে ভোট করে পরাজিত হন। ছোটবেলায় চানাচুর বিক্রি করতেন। পরবর্তীতে সিডি বিক্রি ও ডিসের ব্যবসা করেন। মিউজিক ভিডিও তৈরি করে ডিস লাইনে প্রচার করে জনপ্রিয়তা লাভ করেন। এভাবে প্রায় ৫০০ মিউজিক ভিডিও ইউটিউবে আপ করার সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমের নজরে আসেন।

হিরো আলম গত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রার্থী হন। একটি কেন্দ্রে তার উপর হামলা হয়। পরে তিনি অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বয়কট করেন। বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলে তিনি একাদশ জাতীয় সংসদের বগুড়া-৪, বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন এবং সংসদ সদস্য চিত্রনায়ক ফারুকের মৃত্যুর পর ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হন।

সবগুলো নির্বাচনে প্রার্থী হয়ে পরাজিত ও অধিকাংশ আসনে জামানত হারিয়েছেন। যদিও তিনি বগুড়ার দুটি আসনের উপনির্বাচনের ফলাফলকে জালিয়াতি বলে দাবি করেছিলেন। এছাড়া হিরো আলম গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রার্থী হয়ে পরাজিত হন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কান চলচ্চিত্র উৎসবে নজর কাড়লেন ভাবনা
গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, জনপ্রিয় অভিনেত্রী নিহত
চিত্রনায়ক সোহেল হত্যায় রাষ্ট্রপক্ষের সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন: আদালত
নিজের গোপন কীর্তি ফাঁস করলেন কাজল
ইউনিসেফের শুভেচ্ছা দূত হলেন কারিনা
বাস কন্ডাক্টর থেকে জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত

আরও খবর