অনলাইন ডেস্ক
মহাকাশে দুটি তারার চারপাশে অদ্ভুত রাসায়নিক উপাদানের খোঁজ পাওয়ার দাবি করেছে বিজ্ঞানীরা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে তারা এই পদার্থের খোঁজ পায়।
বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে প্রায় ১০ লাখ মাইল দূরে থাকা তারাগুলো বয়সে অনেকটা তরুণ। আর এ কারণেই তারাগুলোর আশপাশে কোনো গ্রহ নেই। তবে চারপাশে বেশ কিছু জটিল জৈব অণুর সন্ধান মিলেছে। বিজ্ঞানীদের ধারণা, যার মধ্যে ইথানলসহ ভিনেগার তৈরির উপাদানও রয়েছে।
এই উপাদানগুলো ভবিষ্যত ধূমকেতু বা গ্রহাণুর অংশ হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
লেইডেন বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী ইওয়াইন ভ্যান ডিশোইক জানিয়েছেন, ভবিষ্যতে এই জৈব অণুগুলো পর্যবেক্ষণে রাখবেন তারা। তার মতে এ অণু ধূমকেতু ও গ্রহাণুর অংশ হতে পারে ভবিষ্যতে।
এই গবেষক আরো জানিয়েছেন, ইথানল ছাড়াও ওয়েব টেলিস্কোপের মাধ্যমে তারাগুলোর চারপাশে ফরমিক অ্যাসিড, মিথেন ও অ্যাসিটিক অ্যাসিড শনাক্ত করা হয়েছে। এসব রাসায়নিক উপাদানকে বাসযোগ্য বিশ্ব তৈরির মূল উপাদান বলা যায়। একটি বাসযোগ্য গ্রহ বলতে সেখানে প্রাণ থাকবে এমনটি বোঝায় না। প্রাণ টিকে থাকতে পারে বা বাস করতে পারে, তা বোঝানো হয়।