অনলাইন ডেস্ক:
ভবিষ্যতে নিউইয়র্কৃস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা।
তিনি বলেন, প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দেয়ার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তাই, পর্যায়ক্রমে ভবিষ্যতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে জাতীয় পরিচয়পত্র দেয়া হবে।
নিউইয়র্কে ব্যাংকের শাখা খোলার বিষয়ে প্রবাসীদের দাবি সরকারকে অবহিত করবেন বলেও মোহাম্মদ নাজমুল হুদা তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নিউইয়র্কের বাংলা সংবাদকর্মীদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ৬ ডিসেম্বর অনুষ্ঠিত ওই সভায় নিউইয়র্কের সংবাদকর্মী ছাড়াও কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন নিযুক্ত কনসাল জেনারেল হিসেবে মোহাম্মদ নাজমুল হুদা তার লক্ষ্য, কর্মপরিকল্পনা ও উদ্যোগগুলোর বিষয়ে সকলকে অবহিত করেন। তিনি কনস্যুলেটের সেবার মান উত্তোরোত্তর বৃদ্ধিতে কনস্যুলেট জেনারেলের আন্তরিকতা ও নিরলস কর্মপ্রচেষ্টার কথা জানান।
সূত্র-চ্যানেল ৭৮৬