সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩.৫৭°সে
সর্বশেষ:
বঙ্গবন্ধু শান্তি পদক চালু, স্বর্ণ পদকের সঙ্গে পুরস্কার কোটি টাকা জীবিকার বিষয়টি উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, ব্যাটারিচালিত রিকশা প্রসঙ্গে প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শেখ হাসিনার শোক নিপুণের রিটে পদ স্থগিতের পর যা বললেন ডিপজল তাপদাহে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস পরিচালনায় নতুন নির্দেশনা রাইসিকে বহনকারী হেলিকপ্টারে কোনো আরোহী বেঁচে নেই রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি তৃতীয় বারের মত প্যাটারসন সিটির কাউন্সিলম্যান নির্বাচিত শাহীন খালিক সিলেট-কক্সবাজার রুটে নতুন ট্রেন সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন সন্ধান মেলেনি হেলিকপ্টারের, ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর শঙ্কা হেলিকপ্টার ‌‘দুর্ঘটনা’র পর খোঁজ পাওয়া যাচ্ছে না ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে কোটিপতি প্রার্থীর সংখ্যা তিন গুণ : টিআইবি

স্ত্রীর গহনা বন্ধক দিয়ে এক জালেই পেলেন ১৭০ মণ ইলিশ

পটুয়াখালী প্রতিনিধি :
বঙ্গোপসাগরে একবার জাল ফেলেই ১৭০ মণ ইলিশ পেয়েছেন আবুল খায়ের নামে এক জেলে; যার আনুমানিক বাজার মূল্য অর্ধ কোটি টাকার বেশি। তিনি স্ত্রীর স্বর্ণালংকার বন্ধক দিয়ে জ্বালানি, খাবার এবং আনুষঙ্গিক সামগ্রী নিয়ে সাগরে মাছ ধরতে যান বলে জানা গেছে।

কুয়াকাটা সংলগ্ন মৎস্য বন্দরে বিগত ইলিশ মৌসুমের রেকর্ড ভঙ্গ করেছেন আবুল খায়ের। জেলে আবুল খায়েরের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি এলাকায়। মহিপুর মৎস্য বন্দরের ব্যবসায়ী মিঠুন ফিশ নামে একটি আরতে ৫৪ লাখ ৫০ হাজার টাকা এই মাছ বিক্রি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এমন ঘটনায় মহিপুর মৎস্য বন্দরে খুশির আমেজ দেখা দিয়েছে।

এফবি রিভারমেট নামে ওই ট্রলারের জেলে ইউনুস মাঝি বলেন, গত ২০ আগস্ট লক্ষ্মীপুরের রামগতি থেকে সাগরে মাছ ধরতে রওনা দেন তারা। ২৩ আগস্ট সকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জাল ফেলেন তারা। ওই দিন বিকালেই জাল তোলার সময় জালে প্রচুর ইলিশ মাছ দেখতে পান। পরে তারা জাল তুলে ট্রলারভর্তি মাছ নিয়ে মহিপুর মৎস্য বন্দরের উদ্দেশ্যে রওনা দেন। ২৬ আগস্ট দুপুরে মাছ নিয়ে মহিপুর মৎস্য বন্দরে পৌঁছান এবং রাতে প্রত্যাশিত মূল্যে ওই মাছ বিক্রি করেন।

জেলে আবুল খায়ের বলেন, তিনি মাছের ব্যবসা করতে গিয়ে ধার-দেনায় জর্জরিত প্রায়। চলতি মৌসুমে স্ত্রীর স্বর্ণালংকার বন্ধক ও ধারদেনা করে ৮ লাখ টাকার পুঁজি দিয়ে জ্বালানি, খাবার এবং আনুষঙ্গিক সামগ্রী নিয়ে সাগরে মাছ ধরতে রওয়া দেন। একবার জাল ফেলার পর তুলতে গিয়ে দেখেন জালে প্রচুর ইলিশ ধরা পড়েছে। মাছ নিয়ে মৎস্য বন্দর মহিপুরে মিঠুন মৎস্য আড়তে এসে ওজন দিয়ে দেখেন ১৭০ মণ হয়েছে; যা তিনি ৫৪ লাখ ৫০ হাজার টাকা বিক্রি করেছেন।

মিঠুন ফিশের মালিক মিঠুন দাস বলেন, জেলে আবুল খায়েরের জালে বিভিন্ন সাইজের মাছ ধরা পড়েছে। ৬০০ থেকে ৯০০ গ্রামের এলসি সাইজের মাছ রয়েছে ৫৭ মণ। ৪২ হাজার টাকা মণ দরে এর দাম হয়েছে ২৩ লাখ ৯৪ হাজার টাকা। ৫০০ গ্রাম ওজনের মাছ ধরা পড়েছে ৬৮ মণ। ৩৩ হাজার টাকা মণ দরে দাম হয়েছে ২২ লাখ ৪৪ হাজার টাকা। তিনটিতে এক কেজি হয় এমন সাইজের ইলিশ ধরা পড়েছে ৯ মণ। ২৭ হাজার টাকা মণ দরে দাম হয়েছে ২ লাখ ৪৩ হাজার টাকা। এক কেজি থেকে এক কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ ধরা পড়েছে এক মণ। এর দাম হয়েছে ৪৮ হাজার টাকা। তবে ট্রলারে সঠিকভাবে মাছ সুরক্ষা করতে না পারায় ৫০০ গ্রাম থেকে ৯০০ গ্রাম ওজনের ৩৫ মণ মাছ নষ্ট হয়েছে; যার আনুমানিক মূল্য ৫ লাখের অধিক।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বঙ্গবন্ধু শান্তি পদক চালু, স্বর্ণ পদকের সঙ্গে পুরস্কার কোটি টাকা
জীবিকার বিষয়টি উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, ব্যাটারিচালিত রিকশা প্রসঙ্গে প্রধানমন্ত্রী
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শেখ হাসিনার শোক
নিপুণের রিটে পদ স্থগিতের পর যা বললেন ডিপজল
তাপদাহে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস পরিচালনায় নতুন নির্দেশনা
সিলেট-কক্সবাজার রুটে নতুন ট্রেন সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন

আরও খবর