অনলাইন ডেস্ক :
অর্থ প্রতারণার মামলায় বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল আদালতে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার ওড়না দিয়ে মুখ ঢেকে রাঁচি সিভিক আদালত চত্বরে পৌঁছান নায়িকা। আত্মসমপর্ণের পর অভিনেত্রীর শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেছে আদালত।
সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, আগামী ২১ জুন মামলার শুনানিতে আমিশাকে সশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারক।
প্রযোজকের থেকে ছবি তৈরির উসিলায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২০১৮ সালে প্রতারণার মামলা হয় আমিশার বিরুদ্ধে।
জালিয়াতি ও চেক বাউন্সের ওই মামলায় আমিশা প্যাটেল ও তার বিজনেস পার্টনার ক্রুনালের বিরুদ্ধে গত এপ্রিল মাসে গ্রেফতারি পরোয়ানা জারি করে রাঁচির সিভিল কোর্ট।
এরপর আজ আদালতে আত্মসমর্পণ করেন অভিনেত্রী। ওড়না দিয়ে মুখ ঢেকে এদিন আদালত চত্বরে পৌঁছান আমিশা। এ সময় গোলাপি রঙের কামিজ ও প্রিন্টেট সালোয়ার পরা ছিলেন আমিশা। প্রচণ্ড গরমেও গায়ে জড়ানো নীল রঙের চাদর আর গোটা মুখ ওড়না দিয়ে ঢেকে রেখেছিলেন নায়িকা।
প্রসঙ্গত, আগামী ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে ‘গদর ২’। এই ছবির সঙ্গে প্রায় পাঁচ বছর পর রুপালি পর্দায় ফিরছেন আমিশা। এই ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে সানি দেওল ও আমিশাকে।