সৌদি আরব প্রতিনিধি
বেসরকারি হজ এজেন্সি ট্র্যাভেল অ্যান্ড টুরিস্ট মালিকদের অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে মক্কা-বাংলাদেশ হজ মিশনের ১০ প্রশাসনিক কর্মকর্তাকে সাময়িক শোকজ করা হয়েছে।
বাংলাদেশি হজযাত্রীরা অভিযোগ জানান, তারা বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরব এসেছেন। কিন্তু এজেন্সি তাদের থাকার জন্য যে রুম দিয়েছে তা অপরিষ্কার। তাদের যে বিছানা দেওয়া হয়েছে সেগুলো অনেক ছোট, টয়লেট ও গোসলের স্থানে পানির লাইন ঠিক নেই। এ ঘটনায় কয়েকজন হজযাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। যাদের মধ্য একজন মক্কা নগরীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
উল্লেখ্য, ইতোমধ্যে চলতি বছর হজ করতে মক্কা ও মদিনায় এসে পৌঁছেছেন প্রায় ২৫ হাজার হজযাত্রী। তারমধ্যে মক্কায় রয়েছেন ২২ হাজার ও মদিনায় ৩ হাজার।