অনলাইন ডেস্ক:যুক্তরাষ্ট্রে বাংলা প্রেসক্লাব মিশিগানের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মহান মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।
শনিবার (২৩ মার্চ) যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের হ্যামট্রামেক সিটির আলাদিন রেস্টুরেন্টে বাংলা প্রেসক্লাব মিশিগানের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক খোয়াই পত্রিকার সম্পাদক শামীম আহছান। মাহফিল পরিচালনা করেন বাংলা প্রেসক্লাব মিশিগানের সাধারণ সম্পাদক কামরুজ্জামান হেলাল।
ইফতার মাহফিলে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ত্যাগের গুরুত্ব আলোচনা করা হয়। এছাড়াও সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রেস ক্লাবের সাংবাদিকেরা তাদের মতামত ব্যক্ত করেন। ঈদ পরবর্তী সংগঠনের সকল সদস্যদের নিয়ে একটি ঈদ পূর্ণমিলনীর সিদ্ধান্ত নেয়া হয়।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক সেলিম আহমেদ, সৈয়দ সাহেদুল হক, মোস্তফা কামাল, আশিক রহমান, তোফায়েল রেজা সোহেল, সাহেল আহমেদ, সৈয়দ আসাদুজ্জামান সুহান, সুলায়েন আল মাহমুদ, কাওছার দেওয়ান প্রমুখ।
সূত্র-সিএন