শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -১.৯৩°সে
সর্বশেষ:

ভাইস চ্যান্সেলর স্পোর্টস স্কলারশিপ পেতে যাচ্ছে কুবির খেলোয়াড়রা

কুবি প্রতিনিধি::
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) খেলোয়াড়দের মানোন্নয়ন ও উৎসাহ প্রদানের লক্ষ্যে ‘ভাইস চ্যান্সেলর স্পোর্টস স্কলারশিপ-২০২৩’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুবি প্রশাসন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) খেলোয়াড়দের মানোন্নয়ন ও উৎসাহ প্রদানের লক্ষ্যে ‘ভাইস চ্যান্সেলর স্পোর্টস স্কলারশিপ-২০২৩’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুবি প্রশাসন।

এ ব্যাপারে মনিরুল আলম বলেন, আগামী ১০ অক্টোবরের মধ্যে শারীরিক শিক্ষা বিভাগে আবেদনপত্র জমা দিতে হবে। বিভিন্ন খেলায় পারদর্শী খেলোয়াড়দের এ বৃত্তি প্রদান করা হবে। এ ক্ষেত্রে ইনডোর এবং আউটডোর গেইমে পারদর্শী উভয়ই আবেদন করতে পারবে।

তিনি আরও বলেন, কতজনকে বৃত্তি প্রদান করা হবে এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। যাচাই-বাছাই করে সুপারিশ করা হবে।

উল্লেখ্য, এর আগে ২ অক্টোবর অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল ম্যাচের পর পুরষ্কার বিতরণী পর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের জন্য স্কলারশিপ প্রদান করা হবে বলে জানান।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

স্কুলে ভর্তির লটারি আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে
প্রেমিককে ভিডিও কলে রেখে জাবি ছাত্রীর আত্মহত্যা
অধ্যক্ষের কলেজে ফেরার খবরে স্থানীয়দের হামলায় ১০ শিক্ষার্থী আহত
পরীক্ষা হলে ক্ষোভে শিক্ষকদের পেটালেন অভিভাবকরা
সোহরাওয়ার্দী কলেজে হামলা-ভাঙচুর, পরীক্ষা স্থগিত
পবিপ্রবিতে রাতভর র‌্যাগিংয়ে হাসপাতালে ৫ শিক্ষার্থী

আরও খবর