শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৬.৪৯°সে
সর্বশেষ:
ইতালিতে ১০৯ মাফিয়া সদস্য আটক কুরবানির জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু: প্রাণিসম্পদমন্ত্রী ২৬ মে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু ‘লং ড্রাইভে যাওয়ার প্রস্তাব’, জয়কে একহাত নিলেন মিষ্টি জান্নাত গাজা ইস্যুতে বাইডেন প্রশাসনের আরেক কর্মকর্তার পদত্যাগ হজ যাত্রী নিয়ে উড়াল দিতেই বিমানের ইঞ্জিনে আগুন রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন পুতিন গাজীপুরে আগুনে পুড়ল ৩ কলোনির শতাধিক বসতঘর-দোকান গাজায় হামাসের হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত সৌদি আরব গেছেন প্রায় ২২ হাজার,এখনো ভিসা হয়নি ৬ হাজার হজযাত্রীর গুলিবিদ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী পদ্মায় পানি শুকিয়ে ধু-ধু বালুচর, মহানন্দার বুকে চলছে চাষাবাদ

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, গাড়িতে আগুন

গাজীপুর প্রতিনিধি
বেতন বৃদ্ধির দাবিতে চতুর্থ দিনের মতো গাজীপুরের কোনাবাড়ী, শফিপুর ও মৌচাক এলাকায় আন্দোলন করছে গার্মেন্টস্ কারখানান শ্রমিকরা। আন্দোলনে তারা একটি জীপ গাড়িতে আগুন দিয়েছে এবং অর্ধ শতাধিক বাস—ট্রাকে ভাংচুর চালিয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৯টার পর থেকেই কোনাবাড়ী, শফিপুর ও মৌচাক এলাকার আশপাশের শ্রমিকরা মহাসড়কে নেমে আন্দোলন শুরু করে। এসময় তারা বেতন বৃদ্ধির দাবি জানান। এদিকে পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষনা করেছে কর্তৃপক্ষ।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. হারুন জানান, গাজীপুরের ঢাকা—ময়মনসিংহ মহাসড়কের চন্দ্রার পল্লী বিদ্যুৎ এলাকার হোসাফ মিটান কারখানার সামনে থেমে একটি একটি জীপ গাড়িতে অগ্নিসংযোগ করেছে শ্রমিকরা। গাড়িতে আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরীর নেতৃত্বে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হয়েছেন। এ বিষয়ে জানতে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান।

আন্দোলনরত শ্রমিকদের কয়েকজন জানান, বর্তমানে যাদের বেতন ৭ হাজার থেকে ৮ হাজার টাকা দেয়া হচ্ছে, তাদের বেতন ২৩ হাজার টাকা করার দাবি করেন। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে বর্তমান বেতনে তাদের চলতে খুব কষ্ট পেতে হচ্ছে। মাস শেষ হওয়ার আগেই বেতনের টাকা ফুরিয়ে যাচ্ছে। একপ্রকার তাদের অমানবিক জীবনযাপন করতে হচ্ছে বলে আন্দোলনরত শ্রমিকরা জানান।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ—২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক জানান, বৃহস্পতিবার সকাল থেকেই শ্রমিকরা ঢাকা—টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী, মৌচাক ও শফিপুর এলাকার বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে মহাসড়ক অবরোধের তৈরী করছে। আমরা গিয়ে তাদের বুঝিয়ে মহাসড়কে থেকে সরিয়ে দেয়ার পরপরই তারা মহাসড়কের অন্য কোন অংশে অবরোধের তৈরী করছে। এতে মহাসড়কে যান চলাচলের বিঘ্ন তৈরী হচ্ছে।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুস সাকিব খান বলেন, শ্রমিকরা মহাসড়কের যে স্থানেই অবরোধ করছে পুলিশ সাথে সাথে গিয়েই তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দিচ্ছি, আবার মহাসড়কের অন্য আরেক জায়গাতে তারা অবরোধের চেষ্টা করছে। সাধারণ মানুষের চলাচলে বিঘœ, সাধারণ মানুষ ও সরকারের জান মালের যাতে কোন ধরনের ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। যেকোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত আছে এবং আমরা সতর্ক অবস্থানে আছি।

কারখানা শ্রমিক ও শিল্প পুলিশ জানান, ঢাকা—টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ও তেলিরচালা এলাকায় অবস্থিত লগোজ এ্যাপারেলস লিমিটেড, এটিএস এ্যাপারেলস লি. হাইড্রোঅক্সাইড লিমিটেড এবং কোনাবাড়ি এলাকার এলজেড লিমিটেড, ওরিয়েন্ট এলিউর লিনজেরী লিমিটেড নামক কারখানার শ্রমিকরা সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। শ্রমিকরা তাদের বেতন ২৩ হাজার টাকা করার দাবি জানা। এছাড়া।মৌচাক এলাকার গ্লোবাস, কোকোলাসহ বেশ কয়েকটি কারখানা শ্রমিকরা একই দাবিতে বিক্ষোভ শুরু করেছে।
শিল্পপুলিশ জানায়, শ্রমিকদের বিক্ষোভের কারণে তেলিরচালা এলাকার বেশ কয়েকটি কারখানায় আজ ছুটি ঘোষনা করা হয়েছে।

গাজীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. সুলতান উদ্দিন সরকার জানান, শ্রমিক আন্দোলনে তাদের ৫০/৬০টিরও অধিক বাস ভাংচুর করা হয়েছে। অনেকেই মোবাইল ফোন ভাংচুরের তথ্য দিচ্ছেন। ভাংচুর করা বেশির ভাগ বাসই যানজটে আটকে আছে, এগুলো স্ট্যান্ডে আসলে প্রকৃত সংখ্যা আরো বাড়বে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ইতালিতে ১০৯ মাফিয়া সদস্য আটক
কুরবানির জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু: প্রাণিসম্পদমন্ত্রী
২৬ মে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু
‘লং ড্রাইভে যাওয়ার প্রস্তাব’, জয়কে একহাত নিলেন মিষ্টি জান্নাত
গাজা ইস্যুতে বাইডেন প্রশাসনের আরেক কর্মকর্তার পদত্যাগ
হজ যাত্রী নিয়ে উড়াল দিতেই বিমানের ইঞ্জিনে আগুন

আরও খবর