শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪.৬৮°সে
সর্বশেষ:
ইতালিতে ১০৯ মাফিয়া সদস্য আটক কুরবানির জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু: প্রাণিসম্পদমন্ত্রী ২৬ মে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু ‘লং ড্রাইভে যাওয়ার প্রস্তাব’, জয়কে একহাত নিলেন মিষ্টি জান্নাত গাজা ইস্যুতে বাইডেন প্রশাসনের আরেক কর্মকর্তার পদত্যাগ হজ যাত্রী নিয়ে উড়াল দিতেই বিমানের ইঞ্জিনে আগুন রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন পুতিন গাজীপুরে আগুনে পুড়ল ৩ কলোনির শতাধিক বসতঘর-দোকান গাজায় হামাসের হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত সৌদি আরব গেছেন প্রায় ২২ হাজার,এখনো ভিসা হয়নি ৬ হাজার হজযাত্রীর গুলিবিদ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী পদ্মায় পানি শুকিয়ে ধু-ধু বালুচর, মহানন্দার বুকে চলছে চাষাবাদ

বিশ্ব ইজতেমা ময়দানের ৬০ একরে শামিয়ানা সম্পন্ন

গাজীপুর প্রতিনিধি:
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথমপর্ব শুরু হবে ২ ফেব্রুয়ারি। এ উপলক্ষ্যে ময়দানের প্রস্তুতি কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে ১৬০ একর বিশাল ময়দানের ৬০ একরে চটের শামিয়ানা টানানো শেষ হয়েছে।

শুক্রবার সরেজমিন দেখা গেছে, ময়দানের উত্তর-পশ্চিম কোণে বিদেশি মেহমানদের থাকার জায়গা প্রস্তুত করা হয়েছে। বয়ান মঞ্চের পূর্ব, উত্তর ও দক্ষিণ পাশে শামিয়ানা, শব্দ প্রতিধ্বনি রোধক বিশেষ ছাতা মাইক ও বৈদ্যুতিক বাতি লাগানো হয়েছে। কিন্তু ময়দানের উত্তর-পূর্ব কোণের ঢাকার খিত্তা ও ২৯নং টয়লেট বিল্ডিংয়ের দক্ষিণ পাশ থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত প্রায় ১০০ একর জায়গায় এখনো শামিয়ানা টানানো হয়নি। এমনকি সেখানে মাইক, লাইটিংসহ অন্য কার্যক্রম দেখা যায়নি।

এদিকে মুসলি­দের অবাধ প্রবেশ নিশ্চিত করতে ময়দানের পশ্চিম পাশে কামারপাড়া ব্রিজ থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত তুরাগ নদে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা পন্টুন সেতু নির্মাণ করেছেন। এছাড়াও বিআইডব্লিউটিএ ফেরি ঘাটের জেটি দিয়ে ব্রিজ তৈরি করেছে। ইজতেমা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ময়দানের চারপাশে পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে ওয়াচ টাওয়ার নির্মাণ করা হচ্ছে।

ময়দানে কাজ করতে আসা আকবর আলীসহ একাধিক স্বেচ্ছাসেবী জানান, অন্যান্য বছরের তুলনায় ময়দানের প্রস্তুতি কাজের অগ্রগতি একটু কম দেখা যাচ্ছে। স্বেচ্ছাসেবীর উপস্থিতি কম থাকায় এবং পাটের চট নষ্ট হয়ে যাওয়ায় শামিয়ানার কাজ করা যাচ্ছে না। তবে শামিয়ানা টানানো ছাড়া অন্যান্য প্রস্তুতি কাজ যথারীতি চলছে।

তুরাগ নদে পন্টুন সেতু নির্মাণ কাজের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্য ক্যাপ্টেন জহিরুল কাইয়ুম মজুমদার বলেন, ইজতেমায় আসা মুসলি­দের ময়দানে অবাধ যাতায়াত নিশ্চিত করতে তুরাগ নদে ৫টি পন্টুন সেতু নির্মাণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ইতালিতে ১০৯ মাফিয়া সদস্য আটক
কুরবানির জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু: প্রাণিসম্পদমন্ত্রী
২৬ মে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু
‘লং ড্রাইভে যাওয়ার প্রস্তাব’, জয়কে একহাত নিলেন মিষ্টি জান্নাত
গাজা ইস্যুতে বাইডেন প্রশাসনের আরেক কর্মকর্তার পদত্যাগ
হজ যাত্রী নিয়ে উড়াল দিতেই বিমানের ইঞ্জিনে আগুন

আরও খবর