শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫.৮°সে
সর্বশেষ:
ইতালিতে ১০৯ মাফিয়া সদস্য আটক কুরবানির জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু: প্রাণিসম্পদমন্ত্রী ২৬ মে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু ‘লং ড্রাইভে যাওয়ার প্রস্তাব’, জয়কে একহাত নিলেন মিষ্টি জান্নাত গাজা ইস্যুতে বাইডেন প্রশাসনের আরেক কর্মকর্তার পদত্যাগ হজ যাত্রী নিয়ে উড়াল দিতেই বিমানের ইঞ্জিনে আগুন রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন পুতিন গাজীপুরে আগুনে পুড়ল ৩ কলোনির শতাধিক বসতঘর-দোকান গাজায় হামাসের হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত সৌদি আরব গেছেন প্রায় ২২ হাজার,এখনো ভিসা হয়নি ৬ হাজার হজযাত্রীর গুলিবিদ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী পদ্মায় পানি শুকিয়ে ধু-ধু বালুচর, মহানন্দার বুকে চলছে চাষাবাদ

নুরুল হকের সঙ্গ ছাড়লেন ছাত্র অধিকার পরিষদের ২১ নেতা

ঢাকা: ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২১ নেতা। কারণ হিসেবে তারা বলছেন, ছাত্র অধিকারের কেন্দ্রীয় নেতারা নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদে গিয়ে দলীয় লেজুড়বৃত্তি করছেন। এতে স্বতন্ত্র ছাত্রসংগঠন হিসেবে ছাত্র অধিকার পরিষদের অবস্থান ক্ষুণ্ন হচ্ছে।

রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একযোগে পদত্যাগের ঘোষণা দেন ছাত্র অধিকার পরিষদের ২১ নেতা। সংবাদ সম্মেলনে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আসিফ মাহমুদ, সাধারণ সম্পাদক আহনাফ সাঈদ খানসহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এ সময় লিখিত বক্তব্যে ২১ নেতার সই ছিল।

সম্প্রতি গণ অধিকার পরিষদের দুই পক্ষের (রেজা কিবরিয়া ও নুরুল হক) দ্বন্দ্বে দলে অস্বস্তি তৈরি হয়। এমন প্রেক্ষাপটে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন ও সাধারণ সম্পাদক আরিফুল নুরুল হকের পক্ষ নেন। একপর্যায়ে ১ জুলাই বিন ইয়ামিন ও আরিফুল গণ অধিকার পরিষদের (নুরুল হক-রাশেদ খান অংশ) সদস্যপদ গ্রহণ করেন। এর আগে ২১ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিন ইয়ামিন ও আরিফুল গণ অধিকার পরিষদে উদ্ভূত পরিস্থিতিতে দলের নুরুল হক নেতৃত্বাধীন অংশের নেতৃত্বে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার ঘোষণা দেন।

এমন প্রেক্ষাপটে আজ সংবাদ সম্মেলন ডাকেন ছাত্র অধিকারের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। সেখানে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আসিফ মাহমুদ। এতে বলা হয়, ছাত্র অধিকার পরিষদ কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গড়ে ওঠা একটি ছাত্রসংগঠন। কোনো প্রকার দলীয় লেজুড়বৃত্তি না করে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার থাকাই ছিল এর অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। ১০ জুলাই সংগঠনের প্রতিষ্ঠার ঘোষণাপত্র ও গঠনতন্ত্র লঙ্ঘন করে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম কর্তৃক গণ অধিকার পরিষদের লেজুড়বৃত্তি করার অভিযোগ তোলে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা ছাত্রলীগ ও ছাত্রদলের বাইরে একটা লেজুড়বৃত্তিহীন ছাত্রসংগঠন প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, যা কোনো রাজনৈতিক দলের দাসত্ব করবে না৷ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদের পদ নেওয়া এবং গণ অধিকারের লেজুড়বৃত্তি করার প্রাতিষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ছাত্রসমাজের সঙ্গে প্রতারণা করেছেন। এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করার আগে প্রায় ১০ দিন আলোচনা করেছি, কিন্তু কোনো সমাধান পাইনি৷ ছাত্র অধিকারের সভাপতি-সাধারণ সম্পাদক পদ ছেড়ে নতুন কাউন্সিল দিতে রাজি নন। শিক্ষার্থীদের প্রতি আমাদের যে প্রতিশ্রুতি ছিল, তা ছাত্র অধিকার পরিষদে থেকে আর রক্ষা করা সম্ভব নয়৷ তাই আমরা পদত্যাগ করছি।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ছাত্র অধিকারের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আহনাফ সাঈদ খান ও যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত তাবাসসুম।

এদিকে এ সংবাদ সম্মেলন থেকে তোলা অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘২০১৯ সালে ছাত্র অধিকার পরিষদের খসড়া গঠনতন্ত্র প্রণীত হয়েছে। অর্থাৎ বর্তমান গঠনতন্ত্রটি একটি খসড়া গঠনতন্ত্র। এটিকে গাইডলাইন ধরেই আমরা সংগঠন পরিচালনা করতাম। ২০১৯ সালের রাজনৈতিক বাস্তবতায় আমরা আন্দোলনকেন্দ্রিক একটি সংগঠন ছিলাম। ২০২০ সালে রাজনৈতিক ছাত্রসংগঠন হিসেবে আমাদের আত্মপ্রকাশ ঘটে। আমাদের সংগঠনে একটি রাজনৈতিক প্রক্রিয়া এখনো চলমান। আগামী কাউন্সিলে গঠনতন্ত্র চূড়ান্ত হবে।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ইতালিতে ১০৯ মাফিয়া সদস্য আটক
কুরবানির জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু: প্রাণিসম্পদমন্ত্রী
২৬ মে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু
‘লং ড্রাইভে যাওয়ার প্রস্তাব’, জয়কে একহাত নিলেন মিষ্টি জান্নাত
গাজা ইস্যুতে বাইডেন প্রশাসনের আরেক কর্মকর্তার পদত্যাগ
হজ যাত্রী নিয়ে উড়াল দিতেই বিমানের ইঞ্জিনে আগুন

আরও খবর