রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -৬.৮৪°সে
সর্বশেষ:
শান্তি প্রচেষ্টা ধ্বংসের চেষ্টা করছেন বাইডেনের কর্মকর্তারা জার্মানিতে ‘ক্রিসমাস মার্কেটে’ গাড়ি হামলা, মৃত ৪, আহত ২০০ ট্রাম্প ‘আবর্জনা’ ফেলার বদলে মন্ত্রিসভায় নিচ্ছেন বিল পাস করে অবশেষে ‘শাটডাউন’ এড়াল যুক্তরাষ্ট্র গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত-১৪ রাখাইনে গুরুত্বপূর্ণ সেনা দপ্তর দখল করলো আরাকান আর্মি আমরা আল্লাহর ওপরে ভরসা করি, হাসিনার ভরসা ভারত: দুলু ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকায় রাহাত ফতেহ আলী খান, মঞ্চ মাতাবেন রাতে পলাশবাড়ীতে ৫ গ্রামের মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, নিহত ২

কড়া বার্তার পর ৩৪ শিক্ষককে স্কুলে পায়নি মাউশি, শোকজ

অনলাইন ডেস্ক:
কোন প্রতিষ্ঠানে কতজন শিক্ষক অনুপস্থিত, তা তদারকি করতে গভর্নিং বডি এবং স্থানীয় প্রশাসনকে গত ১৮ জুলাই নির্দেশ দিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এরপরই পরিদর্শনে গিয়ে সারা দেশের ৩৪ জন শিক্ষককে অনুমোদন ছাড়াই স্কুলে অনুপস্থিত পেয়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তারা।

ফলে তাদের কারণ দর্শানোর (শোকজ) চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। বলেছে, আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে উপস্থিত না থাকার সুস্পষ্ট কারণ মাউশিতে পাঠাতে হবে।

মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হক হেনরী স্বাক্ষরিত ২০ জুলাইয়ের ওই চিঠি আজ রোববার (২৩ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে আপলোড করা হয়।

এর আগে, জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন করতে থাকে বেসরকারি শিক্ষকরা। তখন এমন চিঠি দেয়ায় আন্দোলনরত শিক্ষকরা মনে করেছিলেন, তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতেই অধিদফতর থেকে এমন কড়া নির্দেশনা দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, জুন মাসে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ডিজিটাল মনিটরিং সিস্টেমের আওতায় মাধ্যমিকের মাঠ পর্যায়ের কর্মকর্তারা পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনকালে ৩৪ জন শিক্ষককে বিদ্যালয়ে উপস্থিত থাকতে দেখা যায়নি। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে উপস্থিত না থাকার সুস্পষ্ট কারণ মাউশিতে পাঠাতে হবে।

এ বিষয়ে মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হক হেনরী সংবাদমাধ্যমকে বলেন, যাদের শোকজ করা হয়েছে, তাদের অধিকাংশই দুই দিন বা তার বেশি সময় ধরে স্কুলে আসেন না। এটা সতর্কীকরণ নোটিশ। ভবিষ্যতে কেউ এমন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

স্কুলে ভর্তির লটারি আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে
প্রেমিককে ভিডিও কলে রেখে জাবি ছাত্রীর আত্মহত্যা
অধ্যক্ষের কলেজে ফেরার খবরে স্থানীয়দের হামলায় ১০ শিক্ষার্থী আহত
পরীক্ষা হলে ক্ষোভে শিক্ষকদের পেটালেন অভিভাবকরা
সোহরাওয়ার্দী কলেজে হামলা-ভাঙচুর, পরীক্ষা স্থগিত
পবিপ্রবিতে রাতভর র‌্যাগিংয়ে হাসপাতালে ৫ শিক্ষার্থী

আরও খবর