মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ২০.১৮°সে
সর্বশেষ:
কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬ মাদকের অপব্যবহার প্রতিরোধে নীলফামারীতে কর্মশালা নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে: ইসি আহসান হাবিব এফবিসিসিআই পরিচালকের সাথে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের আলোচনা ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় নামবে জেলেরা আগামীকাল চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দেবে এমভি আবদুল্লাহ স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশের ৫ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা আত্রাইয়ে তীব্র গরম, দুর্ভোগে শ্রমজীবী মানুষ নানা আয়োজনের বাঙ্গালহালিয়াতে সাংগ্রাঁই জলকেলি উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোমের আলোয় চিকিৎসা কার্যক্রম

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলো জ্বালিয়ে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এতে করে ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিতে আছেন রোগীরা। বিদ্যুৎবিহীন অন্ধকার ভূতুড়ে পরিবেশে রোগীদের মোবাইল ফোন আর মোমবাতির আলো জ্বালিয়ে চিকিৎসা দিতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন চিকিৎসকরাও।

রোগীদের অভিযোগ, বিদ্যুৎ চলে গেলে হাসপাতালটিতে ভূতুড়ে পরিবেশের সৃষ্টি হয়। বিশালাকার একটি জেনারেটর থাকলেও জ্বালানি সংকটের অজুহাতে তা চালানো হয় না। অন্ধকারের পাশাপাশি রয়েছে মশার উপদ্রব। এমন নাজুক পরিস্থিতিতেও কর্র্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় রোগীরা কোনো অভিযোগ করলে উলটো তাদের হেনস্থা হতে হয় বলে দাবি তাদের।

রোববার রাত ১১টার দিকে সরেজমিন হাসপাতাল ঘুরে জানা যায়, বিদ্যুৎ বিভ্রাটের কারণে রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা পুরো হাসপাতালে অন্ধকার বিরাজ করে। ওই সময় জরুরি বিভাগে আসা রোগীদের চিকিৎসা দিতে বিপাকে পড়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।

এ সময় রক্তাক্ত অবস্থায় মাথায় ইনজুরি নিয়ে উপজেলার হাজিরহাট ইউনিয়নের সাতদরুণ থেকে চিকিৎসা নিতে আসেন মো. সিরাজ। তার সঙ্গে থাকা স্বজনদের হাতে টর্চলাইট ধরিয়ে সেই আলো দিয়ে রোগীর মাথায় সেলাই ও অন্যান্য চিকিৎসা দেন চিকিৎসক মো. সাইফুল ইসলাম।

ওই দিন জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার রাজিব কুমার শাহা বলেন, হাসপাতালের জরুরি বিভাগে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা থাকা উচিত। এমন অবস্থায় আমাদের চিকিৎসা দিতে কষ্ট হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের পাটোয়ারী বলেন, বিদ্যুতের বিকল্প ব্যবস্থার জন্য জেনারেটর চালাতে দৈনিক এক হাজার টাকা খরচ হয়। টাকার জোগান না থাকায় জেনারেটর চালানো যাচ্ছে না। তবে জরুরি বিভাগে আইপিএসের দ্রুত ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আহমেদ কবির জানান, বিষয়টি নিয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু তাহেরের সঙ্গে কথা বলবেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাকে বলবেন তিনি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬
মাদকের অপব্যবহার প্রতিরোধে নীলফামারীতে কর্মশালা
নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে: ইসি আহসান হাবিব
ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় নামবে জেলেরা
আগামীকাল চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দেবে এমভি আবদুল্লাহ
স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

আরও খবর