ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারটি স্থান থেকে ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ইবি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। একইসঙ্গে ঘটনায় জড়িতদের খুঁজতে সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণে তিন সদস্যের কমিটি গঠন করে কর্তৃপক্ষ।
তবে ঘটনার চার দিন পেরোলেও এখনো সকল ফুটেজ পর্যবেক্ষণ শেষ হয়নি বলে জানান কমিটির সদস্যরা। এছাড়া এখন পযর্ন্ত পর্যবেক্ষণে কোনো ধরনের সন্দেহজনক তথ্য মেলেনি বলেও জানিয়েছেন তারা।