রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১০.৩৭°সে
সর্বশেষ:
আত্রাইয়ে তীব্র গরম, দুর্ভোগে শ্রমজীবী মানুষ নানা আয়োজনের বাঙ্গালহালিয়াতে সাংগ্রাঁই জলকেলি উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা সমাবেশের ঘোষণা দিল বিএনপি ইউক্রেন যুদ্ধ বাঁধিয়েছে যুক্তরাষ্ট্র, অভিযোগ রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা তীব্র তাবদাহে শ্রেণি কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করতে চায় চীন: ব্লিঙ্কেন ট্রাম্পের বিচার নিয়ে সুপ্রিমকোর্টে বিভক্তি গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ফ্রান্সের বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী তীব্র তাপপ্রবাহে ত্রাহি জনজীবন, বৃষ্টির আশায় বিশেষ দোয়া

ইন্টারনেট ডেটার দাম বাড়ানো যাবে না: মন্ত্রী

অনলাইন ডেস্ক:
মোবাইল ইন্টারনেটের খরচ হঠাৎ বেড়ে যাওয়ায় জনমনে ক্ষোভের মধ্যে চার অপারেটরকে ডেকে দাম কমাতে বলেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।সোমবার সকালে তিনি বলেন, আমরা তাদের বলে দিয়েছি, ইন্টারনেট ডেটার দাম বাড়ানো যাবে না।

সরকারি সিদ্ধান্তে মোবাইল অপারেটরগুলো তিন দিনের ইন্টারনেট বা ডেটা প্যাক বিলুপ্ত করে নতুন যে দর দিয়েছে, তাতে গ্রাহকের ইন্টারনেট খরচ বেড়েছে প্রায় এক-তৃতীয়াংশ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে ক্ষোভ জানিয়েছেন গ্রাহকরা।এমন পরিস্থিতিতে রোববার দেশের চার মোবাইল অপারেটরের কর্মকর্তাদের ডেকে বৈঠক করে টেলিযোগাযোগ মন্ত্রী।

মোবাইল অপারেটগুলো বলছে, তিন দিনের ‘স্যাশে প্যাক’গুলোর গ্রাহক মূলত শিক্ষার্থী, নিম্ন আয়ের মানুষ। এই প্যাকগুলো বাদ দেওয়ার ফলে দাম যে বাড়তে পারে, এটা সরকারকে আগেই জানানো হয়েছিল।

অনেকগুলো প্যাকেজ বিলুপ্তির ফলে গ্রাহকের বেছে নেওয়ার স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে দাবি করে মোবাইল অপারেটররা আবার আগের প্যাকে ফেরত যেতে চায়।

গত ১৭ সেপ্টেম্বর মোবাইল অপারেটরগুলোর ইন্টারনেট প্যাকেজে ডেটার সর্বনিম্ন মেয়াদ তিন দিন থেকে বাড়িয়ে সাত দিন করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগারগাঁওয়ে বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মোবাইল ডেটার নতুন প্যাকেজ নির্দেশিকা ঘোষণা করা হয়, যা ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়।

সেই ঘোষণায় বলা হয়, প্যাকেজ (রেগুলার প্যাকেজ), বিশেষ প্যাকেজ (সিসিএসপি), রিসার্চ ও ডেভেলমেন্ট (আরএন্ডডি), সব ধরনের ব্র্যান্ড মিলিয়ে (ফ্লেক্সিবল প্ল্যান অনুযায়ী) প্যাকেজের সংখ্যা হবে ৪০টি, যা আগে ছিল ৮৫টি। প্যাকেজের সময়সীমা হবে ৭ দিন, ৩০ দিন এবং আনলিমিটেড; যা আগে ছিল ৩ দিন, ৭ দিন, ১৫ দিন এবং ৩০ দিন।

ওই অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেছিলেন, তিন দিনের প্যাকেজে ১৫ জিবি ডেটা দিলে তা গ্রাহকের উপকারে আসে না। মোবাইল অপারেটরগুলো ব্যবসায়িক স্বার্থে ডেটার মেয়াদ সীমিত রাখতে চায়। আগে অসংখ্য প্যাকেজ থাকায় মানুষ বিভ্রান্তিতে পড়েছে, নতুন নির্দেশিকায় ৪০টি প্যাকেজ গ্রাহকদের স্বাচ্ছন্দ্য দেবে। আগের ৩ দিনের প্যাকেজের যে মেয়াদ সেটাই ৭ দিনের হবে।

১৫ অক্টোবরের আগে রবির তিন দিন মেয়াদের এক জিবি ডেটা প্যাকের দাম ছিল ৪৮ টাকা, এখন ৭ দিন মেয়াদে একই পরিমাণ ডেটা কিনতে খরচ হচ্ছে ৬৮ টাকা।গ্রামীণ ফোনের তিন দিনের এক জিবির ডেটা প্যাকের দাম ছিল ৪৬ টাকা। এখন একই ডেটার সাত দিনের প্যাক কিনতে খরচ হচ্ছে ৬৯ টাকা।

বাংলালিংকের তিন দিনের ডেটা প্যাকের দাম ছিল ৪২ টাকা, এখন সাত দিনের জন্য দেড় জিবি ডেটা প্যাক ৬৯ টাকায় বিক্রি করছে বাংলা লিংক।এয়ারটেলে আগে তিন দিনের জন্য ৪২ টাকায় এক জিবি এবং ৪৯ টাকায় দেড় জিবি ডেটা পাওয়া যেত। এখন কোম্পানিটি ৬৮ টাকায় সাত দিনের দেড় জিবি ডেটা প্যাক অফার করছে।

মোবাইল অপারেটরগুলোর কর্মকর্তারা বলছেন, সরকারের সিদ্ধান্তে ‘প্রাইস সেন্সিটিভ ব্রান্ড’ বাংলা লিংক ও এয়ারটেল সবচেয়ে বেশি ‘ক্ষতিগ্রস্ত’ হয়েছে। বাংলা লিংকের ৬০ শতাংশ, রবি ও এয়ারটেলে ২২ থেকে ২৩ শতাংশ ও গ্রামীণ ফোনের ১২ থেকে ১৩ শতাংশ গ্রাহক তিন দিনের ডেটা প্যাকগুলো নিয়মিত ব্যবহার করতেন।

একটি মোবাইলফোন অপারেটরে সেলসে কর্মকরত একজন কর্মকর্তা বলেন, যারা ডিজিটালি মোবাইল রিচার্জ করেন না, অর্থাৎ যারা দোকান থেকে ক্যাশকার্ড বা এমবি কার্ড কিনে ইন্টারনেট চালাতেন, তাদের বেশির ভাগই তিনদিনের এই ‘স্যাশে’ প্যাকগুলো কিনতেন। ওই প্যাকেজ বিলুপ্ত করার ফলে অপারেটরগুলো অনেক গ্রাহক হারানোর ঝুঁকিতে রয়েছে। গ্রাহক হারানোর এই ক্ষতি সমন্বয় করতে মোবাইল অপারেটরগুলো ডেটা প্যাকের দাম বাড়িয়ে দিয়েছে। যাতে গ্রাহক কমলেও লভ্যাংশ ঠিক থাকে।

ওই কর্মকর্তার হিসাবে, তিন দিনের প্যাকেজগুলোর জায়গায় সাত দিনের যে প্যাকেজগুলো অপারেটরগুলো দিয়েছে, তাতে ডেটার দাম বেড়েছে অন্তত ৩০ শতাংশ।

গ্রাহকদের ক্ষোভ
ফেসবুক গ্রুপ ডেসপারেটলি সিকিং ঢাকায় গত ২৩ অক্টোবর আবিদ হাসান নামে এক ব্যক্তি লিখেছেন- হঠাৎ করে ইন্টারনেট প্যাকেজের দাম বেড়ে যাওয়ায় কে কী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন? ঘরের বাইরে প্রয়োজনীয় কাজের জন্যও ইন্টারনেট ব্যবহার করতে পারছি না। এসব অনাচারের কী কোন সমাধান হবে না?

ওই পোস্টের নিচে শতাধিক মন্তব্য পড়ে। অনেকেই অপারেটর পরিবর্তন করে এয়ারটেল বা টেলিটক নিতে বলেছেন পোস্টদাতাকে।

সৈয়দ আবু সায়ীদ নামে একজন লিখেছেন, আমি নেট কেনা বন্ধ করে দিয়েছি। ব্রডব্যান্ড কিছুটা সাহায্য করবে। কিন্তু ভালো মানের এক কেজি চালের দামে এক জিবি ইন্টারনেট কিনতে গেলে ধাক্কা খেতে হচ্ছে।

ইসরাত মনি নামে একজন লিখেছেন, ইন্টারনেট প্যাকেজের দাম বাড়ছে, এদিকে সার্ভিস বাজে। টাকা দিয়ে কিনেও নেট পাই না। আবার ফেসবুক রিচও তলানিতে। অনলাইন বিজনেসে টিকে থাকাটাই কঠিন হয়ে গেছে।

মো. শাকিল নামে এক গাড়িচালক রোববার বলেন, তিনি একই ফোনে বাংলালিংক ও এয়ারটেলের সিম চালান। আগে গাড়ি ভাড়াসহ বিভিন্ন কাজে ইন্টারনেট প্যাক কিনতেন। গতমাসে দাম বেড়ে যাওয়ায় একই বাড়ির আরও দুইজন ভাড়াটের সঙ্গে তারা একটি ‘ওয়াইফাই’ নিয়েছেন। তাতে খরচ হবে মাসে দুইশ টাকা। অন্তত বাচ্চারা ইন্টারনেট দেখতে পাবে।

অপারেটরগুলো যা বলছে
মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) কাছে গত সপ্তাহে জানতে চাওয়া হয়েছিল, নতুন দর চালু হওয়ার পর অপারেটরগুলো ডেটা প্যাকের গ্রাহক হারিয়েছে কী না। হারালে তার হার কত। নতুন বেধে দেওয়া ওই দরকে অপারেটরা কিভাবে দেখছে।

জবাবে এমটব মহাসচিব মোহাম্মদ জুলফিকার বলেন, ডেটার মেয়াদ বাড়ার সঙ্গে মূল্য বাড়ার বিষয়টি আমরা অনেক আগেই বিটিআরসি তথা সরকারকে জানিয়েছি। ছোট মেয়াদের প্যাক অবলুপ্ত করে নতুন নির্দেশনা চালু হওয়ার পরে বাজারে যে প্রভাব পড়েছে সেটা আমরা আগেই আশঙ্কা করেছিলাম। ফলে আর্থিক কারণে যারা ছোট মেয়াদের প্যাক কিনতেন তারা সরাসরি নতুন মূল্য দ্বারা প্রভাবিত হচ্ছে।

তবে ডেটা ব্যবহারকারীর সংখ্যা কমেছে কি না, বা কতটা কমেছে, তা জানতে আরো সময় লাগবে বলে জানান জুলফিকার।

তিনি বলেন, সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ধারণার সঙ্গে এই নতুন প্যাকেজ রেগুলেশন সংগতিপূর্ণ নয়। কারণ ইন্টারনেটের মত ইউটিলিটি সেবা সাশ্রয়ী মূল্যে যত বেশি মানুষের কাছে আমরা নিতে পারব তত দ্রুত আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব। আমরা আশা করি সরকার ও বিটিআরসি ডেটা রেগুলেশন পুনর্বিবেচনা করবে।

গ্রামীণফোনের মুখপাত্র হোসেন সাদাত গত ২৭ অক্টোবর বলেন, মাত্র কিছুদিন হয়েছে বিআরটিসির নির্দেশনা মেনে আমরা ৭ দিন এবং ৩০ দিন মেয়াদি ডাটা প্যাকেজগুলো চালু করেছি। বর্তমানে আমরা এইটা পর্যবেক্ষণ করছি। গ্রামীণফোন গ্রাহকদের সবসময় উন্নত সেবাদানে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে, তাই নতুন প্যাকেজগুলো গ্রাহক সুবিধার্থে আরও সিম্পল করা হয়েছে।

সর্বশেষ রোববার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ডেটা প্যাকের দাম নিয়ে চারটি অপারেটরের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।

আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে ওই বৈঠকে বিটিআরসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে ইন্টারনেটের বাড়তি দাম নিয়ে ক্ষোভ জানান মন্ত্রী; তিনি ডেটা প্যাকের দাম কমাতে বলেন।

এখন অপারেটরগুলো কী করবে জানতে হাইলে একটি টেলিকম কোম্পানির বিপণন বিভাগের এক কর্মকর্তা বলেন, তিন দিনের প্যাকেজ বাতিল করার পর যে নতুন দর, সেটা কিন্তু বিটিআরসির অনুমোদন নিয়েই কার্যকর করা হয়েছে। নিয়মটাই হচ্ছে প্রত্যেতকটা দর বিটিআরসির পূর্ব অনুমোদিত হতে হবে। তাদের অনুমোদন ছাড়া একটি পয়সাও কারও পক্ষে বাড়ানো সম্ভব না।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আত্রাইয়ে তীব্র গরম, দুর্ভোগে শ্রমজীবী মানুষ
নানা আয়োজনের বাঙ্গালহালিয়াতে সাংগ্রাঁই জলকেলি উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
সমাবেশের ঘোষণা দিল বিএনপি
ইউক্রেন যুদ্ধ বাঁধিয়েছে যুক্তরাষ্ট্র, অভিযোগ রাশিয়ার
মস্কো চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা

আরও খবর