রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫.৩১°সে
সর্বশেষ:
নিউজার্সিতে বাংলাদেশি বংশোদ্ভূত ফাবিহা কৃতিত্বের সহিত নার্সিং গ্রাজুয়েশন সম্পন্ন সুপ্রিম কোর্টে শুনানিকালে আইনজীবীদের কালো গাউন পড়তে হবে সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী বর্তমান সরকার নাগরিক সুবিধা সম্পন্ন টেকসই নগরায়নে বদ্ধপরিকর : স্থানীয় সরকার মন্ত্রী টেক্সাসে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রয়েছে : আইজিপি আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় তিন স্পেনীয়সহ নিহত ৪ ফ্রান্সে ইহুদি উপাসনালয়ে আগুন, অভিযুক্তকে গুলি করে হত্যা ফ্রান্সে ইহুদি উপাসনালয়ে আগুন, অভিযুক্তকে গুলি করে হত্যা রাবিতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে হত্যা হুমকির অভিযোগ ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

আত্রাইয়ে সারা দিনে বিদ্যুৎ থাকে ৮ ঘন্টা, ভোগান্তি চরমে

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই দিন-রাতে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিংয়ের কারণে চরম বিপাকে পড়েছেন উপজেলার বাসিন্দারা। বিদ্যুৎ অফিসের তথ্যমতে, উপজেলায় মোট গ্রাহক রয়েছে ৬৪ হাজার ২৫৬ জন।

ফিডার রয়েছে ১২টি এবং সাব-স্টেশন রয়েছে ৩টি। দৈনিক বিদ্যুতের চাহিদা ১৬ মেগাওয়াট। প্রতিদিন সরবারহ হচ্ছে ৫-৮‌ থেকে ৮-৬ মেগাওয়াট বিদ্যুৎ। যায় কারণে লোডশেডিং বেশি হচ্ছে। এই লোডশেডিং চলছে পল্লী বিদ্যুৎ সঞ্চালন লাইনে। প্রতিষ্ঠানটির আওতাধীন উপজেলার চত্বরে দিনে দুই চারবার বিদ্যুৎ গেলেও গ্রামঞ্চল এলাকাগুলোতে দিন-রাত মিলে ৮-১০ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন গ্রাহকেরা।

উপজেলার হেঙ্গলকান্দী গ্রামের ব্যবসায়ী অভি বলেন, আমাদের এলাকায় প্রতি এক ঘণ্টা পরপর বিদ্যুৎ যায় আর আসে। বিশেষ করে রাতেরবেলা বেশি বিদ্যুৎ থাকেনা। বিলগলিয়া গ্রামের রুবেল হোসেন বলেন, আমার গ্রামের মানুষ বিদ্যুৎ কি তা ভুলেই গেছি, কারণ দিনে তিন ঘন্টা আর রাতে তিন ঘণ্টা বিদ্যুৎ থাকে। বিদ্যুৎ অফিসে ফোন দিলে নানা বাহানার কথা বলে।

বড়ভিটা গ্রামের শিক্ষক সুজাউদৌলা বলেন, আজ দিনে দুই-তিন বার বিদ্যুৎ গেছে সকাল এগারোটার দিকে গেছে আধাঘণ্টা পর চলে এসেছে, আবার বারোটার দিকে গেছে একঘণ্টা পরে এসেছে।

বিদ্যুৎ চলে যাওয়ার নির্দিষ্ট সময় নেই। এ বিষয়ে করো দেখার‌ও নেই। পবনডাঙ্গা গ্রামের করিম বলেন, কয়দিন ধরে বিদ্যুৎতের বেশি সমস্যা দেখা দিয়েছে, দিনে এক ঘন্টা বিদ্যুৎ থাকলে দেড়ঘন্টা থাকেনা। সন্ধ্যাবেলা নামাজে বসলেই বিদ্যুৎ চলে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ওয়ার্কশপ মালিক বলেন, সারাদিন লোডশেডিং। দিনে কতবার কারেন্ট যায় তা বলা মসকিল। লোডশেডিং দেওয়ার কোন সময়সীমা নির্ধারণ নাই। আবার মাঝে মাঝে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলে। নারিকেলবাড়িয়া গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, চলতি মৌসুমে প্রায় ৮ বিঘা জমিতে ধান রোপন করেছি। একেতো নেই বৃষ্ঠি আবার রয়েছে অনেক লোডশেডিংও যার কারণে জমিতে পানি না থাকায় পরেছি বিপাকে।

ব্যপারে পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আলীম বলেন, আমরাও চাহিদার চেয়ে সরবরাহ কম পাচ্ছি। ফলে লোডশেডিং একটু বেশি পড়ছে। তবে আশা করছি দ্রত এ সমস্যা কেটে যাবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সুপ্রিম কোর্টে শুনানিকালে আইনজীবীদের কালো গাউন পড়তে হবে
সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী
কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী
বর্তমান সরকার নাগরিক সুবিধা সম্পন্ন টেকসই নগরায়নে বদ্ধপরিকর : স্থানীয় সরকার মন্ত্রী
দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রয়েছে : আইজিপি
কুরবানির জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু: প্রাণিসম্পদমন্ত্রী

আরও খবর