সিলেট প্রতিনিধি:
সিলেটে বন্ধ থাকা পাথর কোয়ারিগুলো পুনরায় চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। আগামী ২২ জুনের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।বুধবার দুপুরে নগরীর ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মুখপাত্র শাব্বির আহমেদ ফয়েজ।
এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক আজিজুল জলিল আহমদ, সদস্য সচিব নজির আহমদ স্বপনসহ নেতারা।
বক্তারা বলেন, সিলেট অঞ্চলের পাথর শিল্পে লক্ষাধিক শ্রমজীবী মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। কোয়ারিগুলো বন্ধ থাকায় শ্রমিক, পরিবহণকর্মী ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট বহু পরিবার মানবেতর জীবনযাপন করছে। পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও মারাত্মকভাবে কমে গেছে।
নেতারা অভিযোগ করেন, সীমান্তবর্তী নদীগুলোতে পাথর উত্তোলন বন্ধ থাকলেও প্রতিবেশী দেশ ভারত থেকে পাথর ও কয়লা আমদানি অব্যাহত রয়েছে। এতে অভ্যন্তরীণ পাথরশিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং জমছে পলি ও বালুচর। এর পাশাপাশি চুরি, চাঁদাবাজি ও অবৈধ পাথর প্রবেশের মতো ঘটনা বৃদ্ধি পেয়েছে।
সংগঠনের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়- সরকারিভাবে অনুমোদিত কোয়ারিগুলো দ্রুত খুলে দেওয়া। হুমায়ুন রশীদ চত্বর এলাকায় পাথরবাহী যানবাহনের চলাচলে পুলিশের হয়রানি বন্ধ। কোয়ারিগুলোতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন।
সংগঠনের নেতারা জানান, এই তিন দফা দাবি ২২ জুনের মধ্যে না মানা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পরিবেশ ও জনস্বার্থ বিবেচনায় দ্রুত কোয়ারি চালুর মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবন-জীবিকায় স্বস্তি ফিরিয়ে আনার আহ্বান জানান তারা।