আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশী হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টায় শহরের গানাসাস মার্কেটের সামনে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “দীপান্তর ২৪” গাইবান্ধার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সভাপতি এ এস এম মনিরুজ্জামান সবুজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক হাবিবুল্লাহ নুরী, নুরুল হক নুর। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলার সভাপতি ছাত্রনেতা পরমানন্দ দাস, রাহেলা সিদ্দিকা, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
বক্তাগণ, অবিলম্বে দায়ী পুলিশদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। সেই সাথে শিক্ষার গনতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহবান জানান।