1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
রাজশাহীতে হিমাগারের ভাড়া বাড়ানোয় সড়কে আলু ফেলে কৃষকদের প্রতিবাদ - Voice of New Jersey
লিড নিউজ
সুনামগঞ্জে চাঁদা আদায় নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ ‘মিথ্যা সংবাদ প্রকাশ করায়’ সাংবাদিক অধ্যাপকসহ ৯ জনকে আইনি নোটিশ নাটোরে নারী নির্যাতনের মামলায় সাবেক এসপি কারাগারে ; ভিডিও ধারণ করায় সাংবাদিকদের উপর হামলা মার্কিন নেতৃত্বে ইউক্রেনে শান্তি সম্ভব: জেলেনস্কি রাখাল রাহা ও ৪০০ কোটি টাকার প্রোপাগান্ডা নিয়ে যা বললেন সারজিস তিস্তা মহাপরিকল্পনা নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন চান অংশীজনরা গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা ফুলবাড়ী উপজেলা ইয়ুথ প্লাটফর্মের নির্বাচন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে যুবদের অন্তর্ভূক্তি ও সক্ষমতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত
শিরোনামঃ
সুনামগঞ্জে চাঁদা আদায় নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ ‘মিথ্যা সংবাদ প্রকাশ করায়’ সাংবাদিক অধ্যাপকসহ ৯ জনকে আইনি নোটিশ নাটোরে নারী নির্যাতনের মামলায় সাবেক এসপি কারাগারে ; ভিডিও ধারণ করায় সাংবাদিকদের উপর হামলা কুমিল্লায় ড্রেনের মাঝে বিদ্যুতের খুঁটি ও ফোরপট্টি লাইন রেখেই ড্রেন নির্মাণ মার্কিন নেতৃত্বে ইউক্রেনে শান্তি সম্ভব: জেলেনস্কি রাখাল রাহা ও ৪০০ কোটি টাকার প্রোপাগান্ডা নিয়ে যা বললেন সারজিস তিস্তা মহাপরিকল্পনা নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন চান অংশীজনরা গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা ফুলবাড়ী উপজেলা ইয়ুথ প্লাটফর্মের নির্বাচন অনুষ্ঠিত

রাজশাহীতে হিমাগারের ভাড়া বাড়ানোয় সড়কে আলু ফেলে কৃষকদের প্রতিবাদ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৩ বার দেখা হয়েছে

রাজশাহী প্রতিনিধি:আলু সংরক্ষণের হিমাগারগুলোতে ভাড়া বাড়ানোর প্রতিবাদে রাজশাহীর মোহনপুরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছেন কৃষকেরা। এ সময় তারা সড়কে আলু ফেলে দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।আজ রবিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এই কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষুব্ধ কৃষকেরা জানান, প্রতি কেজি আলু সংক্ষণের জন্য আগে হিমাগারগুলোকে ৪ টাকা ভাড়া দিতে হতো। এবার তা বাড়িয়ে ৮ টাকা নির্ধারণ করেছেন মালিকেরা। ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হবেন। তাই আলু সংক্ষণের ভাড়া কমানো না হলে তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। পাশাপাশি মহাসড়ক অবরোধ করার হুমকিও দেন তারা।
কর্মসূচিতে মোহনপুরসহ তানোর ও পবা উপজেলার সহস্রাধিক কৃষক অংশ নেন। এ সময় সড়কে শুয়ে ও আলু ছিটিয়ে প্রতিবাদ জানান অনেকেই।
এর আগে, গত জানুয়ারির প্রথম দিকে তানোর উপজেলার কৃষকেরা একই দাবিতে এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জানুয়ারি সংবাদ সম্মেলন করে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন।

ওইদিন সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, ‘গত বছর বস্তা হিসেবে হিমাগারে আলু নেওয়া হয়েছে। ৫০ কেজির বস্তায় ৩৪০ টাকা ভাড়া নেওয়া হয়েছে। এর ফলে কেজি প্রতি সংরক্ষণে খরচ পড়ে প্রায় সাত টাকা। কিন্তু আলুর মধ্যস্বত্ত্বভোগী ব্যবসায়ীরা বস্তায় ৭০-৮০ কেজি পর্যন্ত আলু ঢুকিয়ে দেন। ফলে তারা ক্ষতিগ্রস্ত হন। এর পরিপ্রেক্ষিতে এবার আলুর কেজি দরে ভাড়া নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ব্যাংকের সুদ হারসহ সব খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন চলতি মৌসুমে কেজি প্রতি ভাড়া নির্ধারণ করেছে সর্বোচ্চ ৮ টাকা। এরপরেও কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত রয়েছে, এ অ্যাসোসিয়েশনের সদস্যরা এর চেয়েও কম ভাড়ায় তারা নিজস্ব সিদ্ধান্তে আলু সংরক্ষণ করতে পারবেন।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT