1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
‘রমজানে আমি কোনো শুটিং রাখি না, ইবাদতে মশগুল থাকি’ - Voice of New Jersey
লিড নিউজ

‘রমজানে আমি কোনো শুটিং রাখি না, ইবাদতে মশগুল থাকি’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:

১৭ বছরের ক্যারিয়ার। খুব বেশি সাফল্য না পেলেও নিয়মিতই নাটক-সিনেমাতে কাজ করে যাচ্ছেন বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা জামান। শুরুটা উপস্থাপনা দিয়ে হলেও এখন নিয়মিত মডেলিং, নাটকসহ সিনেমার পর্দায় ব্যস্ত সময় পার করছেন তিনি। আর এ মুহূর্তে বেশ কয়েকটি নাটকের কাজে যুক্ত আছেন প্রিয়াংকা জামান। ফলে শুটিং নিয়ে তার কমবেশি ব্যস্ততা থাকে বছরজুড়েই।

তবে রমজান মাসের ক্ষেত্রে অভিনেত্রীর জন্য ব্যাপারটি আলাদা। বলে রাখা ভালো— নিজের ধর্ম নিয়ে বেশ সতর্ক এ অভিনেত্রী। প্রায় সাক্ষাৎকারেই ধর্মীয় দায়িত্ব পালনকে গুরুত্ব দিয়েই তুলে ধরেন প্রিয়াংকা। এরই মধ্যে জানালেন রোজার মাসে শুটিং থেকে বিরত থাকেন অভিনেত্রী। এই মাসে শুটিংয়ের ব্যস্ততা থাকলেও শুধু ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন বলেও জানান অভিনেত্রী।

প্রিয়াংকা জামান গণমাধ্যমে বলেন, ‘রমজান মাসে আমি শুধু আল্লাহর ইবাদত করব— নামাজ পড়ব। বাসায় আব্বু-আম্মুকে সময় দেব। নিজেকে সময় দেব।’

রমজানে কোনো শুটিং করেন না জানিয়ে অভিনেত্রী বলেন, ‘এই একটা মাস আমি কোনো শুটিং করি না। আমি যে ধারাবাহিক নাটকগুলোতে জড়িত আছি, এই ধারাবাহিক নাটকের শুটিং না হলে আমি কোনো শুটিংই করি না। এক মাস আমি নিজের প্রতি যত্ন নিই, আর ইবাদত করি। ইবাদতে মশগুল থাকি।’

সম্প্রতি নতুন তিনটি নাটকে অভিনয় শুরু করেছেন প্রিয়াংকা জামান। এর মধ্যে দুটি একক নাটক— ‘বিয়ে বাড়ির গল্প’ ও ‘এতিম বউ’। আরেকটি হচ্ছে— নতুন ধারাবাহিক নাটক ‘ভাইরাল গ্রাম’। ধারাবাহিকটি নির্মাণ করছেন মারুফ আহমেদ রিজভী খান। এতে তার সহশিল্পী প্রাণ রায় ও সাব্বির আহমেদ।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT