1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
মায়ের স্ট্রোকের কারণে কেন্দ্রে পৌঁছাতে দেরি, পরীক্ষা দেওয়া হলো না বাবাহারা আয়েশার - Voice of New Jersey
লিড নিউজ
ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ১০টি ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি ঋতুপর্ণা চাকমার ক্যানসার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান শুধু হাসিনার নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ ভারতে ফের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত নিষিদ্ধ পাহাড়ি ট্রেইল দেখতে গিয়ে প্রাণ গেল দুই তরুণের সিলেটে পরিবহন ধর্মঘট চলছে ফেনীতে ভারী বর্ষণ, মুহুরীর পাড়ে ভাঙন, শহরে জলাবদ্ধতা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে বৃক্ষরোপণ কাজে ১০৫ জন শ্রমিক যাচ্ছেন,এফবি-৩,এইচ-২ ক্যাটাগরিতে ভিসা অনুমোদন

মায়ের স্ট্রোকের কারণে কেন্দ্রে পৌঁছাতে দেরি, পরীক্ষা দেওয়া হলো না বাবাহারা আয়েশার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৬ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:বাবা নেই আয়েশার। মা স্ট্রোক করে আছেন হাসপাতালে। মাকে রেখে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি হয় তার। আর এ কারণে তাকে বসতে দেওয়া হয়নি পরীক্ষায়।

আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার মিরপুরের সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে। ভুক্তভোগী আয়েশা মিরপুরে অবস্থিত ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী।

জানা যায়, পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘণ্টা পর কেন্দ্রে উপস্থিত হন আয়েশা। নির্ধারিত সময়ের পর কেন্দ্রে পৌঁছানোয় তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তাকে কেন্দ্রে প্রবেশে বাধা দেন দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক।

পরীক্ষাকেন্দ্রে আয়েশার সঙ্গে আসা তার খালা সংবাদমাধ্যকে বলেন, আয়েশার বাবা নেই। আজ সকালেই তার মা স্ট্রোক করেছেন। মা অসুস্থ হয়ে পড়ায় আয়েশার পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি হয়।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই এ ঘটনার নিন্দা জানাচ্ছেন। অনেকে বলছেন, মানবিক বিবেচনায় আয়েশার পরীক্ষা নেওয়া যেত।

এদিকে, আয়েশার আজকের পরীক্ষা না নেওয়া হলে তার হয়ে বিনা পারিশ্রমিকে আইনি লড়াই করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, ব্যারিস্টার রুহুল কুদ্দুস (কাজল)।

নিজের ফেসবুক আইডিতে, ‘দৃষ্টি আকর্ষণ-মানবিক কারণে’ শিরোনামে দেওয়া পোস্টে সুপ্রিম কোর্টের এ জ্যেষ্ঠ আইনজীবী লেখেন, ‘যদি কোনো মাধ‍্যমে মেয়েটির সঙ্গে কারও যোগাযোগ করা সম্ভব হয়, একটা মেসেজ দেবেন দয়া করে। মেয়েটি যেন বাকি পরীক্ষায় অংশগ্রহণ করে।’

তিনি লেখেন, ‘আজ মিস হওয়া পরীক্ষা তিনি দিতে পারবেন। আশা করি, শিক্ষা বোর্ডসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তর তার পরীক্ষার ব‍্যবস্থা গ্রহণ করবে। সরকারি কর্তৃপক্ষ যদি না করে, সুপ্রিম কোর্টের দ্বার তার জন্য উন্মুক্ত রয়েছে। বাকি পরীক্ষা শেষে তিনি হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করতে পারবেন। ’

রুহুল কুদ্দুস (কাজল) এ বিষয়ে লেখেন, ‘উল্লেখ করা প্রয়োজন, রেজিস্ট্রেশন করতে না পারা মতিঝিলের একটি কলেজের ১৩২ জন নারী শিক্ষার্থী পরীক্ষা শুরুর মাত্র দুই দিন হওয়া সুপ্রিম কোর্টের আদেশে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। যে মামলাটি আমি করেছিলাম। এ ছাড়া এমন অসংখ্য রায় ও আদেশ আমাদের সর্বোচ্চ আদালতের রয়েছে।’

তিনি লেখেন, ‘আর মেয়েটি বা তার পরিবার চাইলে এ ব্যাপারে আমার চেম্বার থেকে মেয়েটিকে বিনা পারিশ্রমিকে আইনি সহায়তা প্রদান করা হবে।’

উল্লেখ্য, আজ সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এবারের পরীক্ষায় বসেছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT