1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
মাটিকাটা নিয়ে দ্বন্দ্ব, প্রকাশ্যে মাথায় ইট দিয়ে আঘাত করে যুবককে হত্যা - Voice of New Jersey
লিড নিউজ
শিরোনামঃ

মাটিকাটা নিয়ে দ্বন্দ্ব, প্রকাশ্যে মাথায় ইট দিয়ে আঘাত করে যুবককে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৭ বার দেখা হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় প্রকাশ্যে রাকিব (২৫) নামে একজনকে হত্যা করেছে প্রতিপক্ষরা। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। সোমবার রাতে উপজেলার নিগুয়ারী ইউনিয়নে ত্রিমোহনী পল্টন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

রাকিব নিগুয়ারি ইউনিয়নের তললী গ্রামের মজিবর রহমানের ছেলে। মাটিকাটা নিয়ে দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।

মৃতের বাবা মজিবুর রহমান বলেন, জমির মাটিকাটা নিয়ে একই ইউনিয়নের সাদুয়া গ্রামের ইয়াসিন গ্রুপের সঙ্গে দেড় মাস আগে বাগবিতণ্ডা হয় রাকিবের। ইয়াসিন গ্রুপ জোর করে মাটি নিতে চাইলে বাধা দেয় রাকিব। এর জেরে ইয়াসিনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন সোমবার রাত ১০টার দিকে রাকিবকে ধরে ত্রিমোহনী বাজারের পল্টন মোড় মোন্তাজ মাওলানার দোকানের পেছনে নিয়ে যায়। সেখানে তাকে ইট দিয়ে আঘাত করে হত্যা করে। এ সময় ইয়াসিন গ্রুপের গুলিতে সাবিদ (৩০) নামে একজন গুলিবিদ্ধ হয়।

পাগলা থানার ওসি ফেরদৌস আলম বলেন, ‘রাকিবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলির খোসা জব্দ করা হয়েছে।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT