1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
ফেসবুক লাইভ নিয়ে নতুন নির্দেশনা - Voice of New Jersey
লিড নিউজ
শিরোনামঃ

ফেসবুক লাইভ নিয়ে নতুন নির্দেশনা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:লাইভ ভিডিও সংরক্ষণের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে ফেসবুক। আজ বুধবার থেকে করা লাইভ ভিডিওগুলো ৩০ দিন পর্যন্ত দেখা যাবে, এরপর স্বয়ংক্রিয়ভাবে সেটি মুছে যাবে।গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘোষণা দেয় ফেসবুক। এর আগে ফেসবুকের লাইভ ভিডিও অনির্দিষ্টকালের জন্য সংরক্ষণ করা যেত।

তবে আজকের আগে করা লাইভ ভিডিওগুলো মুছে ফেলার আগে ব্যবহারকারীদের জানাবে ফেসবুক। সেখানে জানানো হবে, ৯০ দিন সময় দেওয়া হবে পুরোনো ভিডিও সংরক্ষণ, স্থানান্তর বা রূপান্তর করার জন্য।

পুরোনো লাইভ ভিডিও সংরক্ষণের জন্য তিনটি পদ্ধতির কথা বলে দিয়েছে ফেসবুক। এই পদ্ধতি অনুসরণ করে লাইভ ভিডিওগুলো নিজেদের কাছে রাখা যাবে। সেগুলো হলো:

ডাউনলোড: ফেসবুক ব্যবহারকারীরা লাইভ ভিডিও ডাউনলোড করে নিজেদের ডিভাইসে সংরক্ষণ করতে পারবেন।

ক্লাউড স্টোরেজে স্থানান্তর: গুগল ড্রাইভ বা ড্রপবক্সের মতো ক্লাউড স্টোরেজে ট্রান্সফার করে ভিডিওগুলো রেখে দেওয়া যাবে।

রিলস-এ রূপান্তর: লাইভ ভিডিও থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত ফেসবুক রিলসে রূপান্তর করে সংরক্ষণ করা যাবে।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ‘এই পরিবর্তন আমাদের স্টোরেজ নীতিকে ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করবে এবং ফেসবুকের লাইভ ভিডিওর অভিজ্ঞতা আরও উন্নত করবে।’

ফেসবুক আরও বলেছে, ‘ব্যবহারকারীরা চাইলে ভিডিও মুছে ফেলার সময় ৬ মাস পর্যন্ত পেছাতে পারবেন। তবে ৬ মাসের মধ্যে কোনো সিদ্ধান্ত না নিলে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে ভিডিও মুছে দেবে। ওই ভিডিও পুনরায় উদ্ধার করার কোনো উপায় থাকবে না।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT