বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪.৭৭°সে
সর্বশেষ:
সৌদি আরব গেছেন প্রায় ২২ হাজার,এখনো ভিসা হয়নি ৬ হাজার হজযাত্রীর গুলিবিদ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী পদ্মায় পানি শুকিয়ে ধু-ধু বালুচর, মহানন্দার বুকে চলছে চাষাবাদ গাইবান্ধায় চার দিনব্যাপি উদ্যোক্তা মেলার উদ্বোধন কান চলচ্চিত্র উৎসবে নজর কাড়লেন ভাবনা গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেল স্কুলছাত্র নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি জহুরুল তদন্ত ওসি লুৎফর নিউইয়র্কে বাংলাদেশি খুনের ঘটনায় ন্যায়বিচার নিয়ে সংশয়ে পরিবার দিল্লির ৪ হাসপাতালে বোমা হামলার হুমকি ডলার সংকটের কারণে বাংলাদেশে বিনিয়োগের লভ্যাংশ নিতে পারছে না যুক্তরাষ্ট্র সুশীল সমাজের সঙ্গে বৈঠক, কী বার্তা দিলেন ডোনাল্ড লু ২৩ নাবিক নিয়ে ফিরল এমভি আবদুল্লাহ,ফুলেল শুভেচ্ছায় নাবিকদের বরণ।।ঈদের আনন্দ নাবিক পরিবারে

ফুলপুরে জাপা প্রার্থীর ভোট বর্জন

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এনায়েত হোসেন মন্ডল ভোট বর্জন করেছেন। রবিবার (৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সাহাপুর বাজারে নিজের নির্বাচনি কেন্দ্রে উপস্থিত নেতাকর্মীদের সামনে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

জাপার উপজেলা শাখার দপ্তর সম্পাদক মফিদুল ইসলাম বলেন, ফুলপুর ও তারাকান্দার বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
বের করে দেওয়া দুয়েকজন এজেন্টের নাম জানতে চাইলে তিনি বলেন, ছনধরা ইউনিয়নে হরিণাদী ফাজিল মাদরাসা কেন্দ্রের পোলিং এজেন্ট সিরাজুল ইসলামকে বের করে দেওয়া হয়েছে। এছাড়া সিংহেশ্বর মাঠখলা কেন্দ্রের এজেন্ট সোহাগ মিয়া, মেহেদী হাসান ও মোশাররফ হোসেনসহ আরও অনেককে বের করে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে লাঙ্গল প্রতীকের প্রার্থী এনায়েত হোসেন মন্ডল বলেন, আমি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি। আমি কেন্দ্র থেকে বের হয়ে চলে আসার পর পরই আমাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার সংবাদ পেয়েছি। সংবাদ পেয়ে মোবাইলে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামকে জানিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম বলেন, অফিসিয়ালি তিনি আমাকে কিছু জানাননি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সৌদি আরব গেছেন প্রায় ২২ হাজার,এখনো ভিসা হয়নি ৬ হাজার হজযাত্রীর
গুলিবিদ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী
পদ্মায় পানি শুকিয়ে ধু-ধু বালুচর, মহানন্দার বুকে চলছে চাষাবাদ
কান চলচ্চিত্র উৎসবে নজর কাড়লেন ভাবনা
গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেল স্কুলছাত্র
নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি জহুরুল তদন্ত ওসি লুৎফর

আরও খবর