ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিক্ষার্থীর। বুধবার বিকাল ৩টার দিকে ফরিদপুর সদর উপজেলার ধলার মোড়ে পদ্মায় গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই শিক্ষার্থী রেজায়ে রাব্বি তামিম (২১) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শওকত হোসেনের পুত্র এবং আব্দুল্লাহ আল মারুফ (২০) নোয়াখালী জেলার সুধারাম উপজেলার শরীফপুর গ্রামের মোজাম্মেল হক শামীমের পুত্র।
মৃতরা দুজনই ফরিদপুর সদরের ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ছিলেন। তারা কলেজের ছাত্রাবাসে থেকে ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষে লেখাপড়া করতেন।
স্থানীয়রা জানান, ইঞ্জিনিয়ারিং কলেজের দুই শিক্ষার্থী তামিম ও মারুফ বন্ধুদের নিয়ে বুধবার বিকাল ৩টার দিকে পদ্মায় গোসলে নামেন। পদ্মায় পানির স্রোতে তারা তলিয়ে যান। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কলেজের সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, মৃতদেহ দুটি রেজোয়ান মোল্যা হাসপাতালে রয়েছে। নোয়াখালী ও গাজীপুরে তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে; তারা এলে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।